
The Truth of Bengal : জীবনের খাতায় আরো একটা বছর পূর্ণ করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা । ৩৬ পেরিয়ে ৩৭ এ পদার্পণ করলেন । ক্রিকেট কেরিয়ারে একের পর এক নতুন নতুন নজির গড়েছেন তিনি। তাঁর জন্মদিনে আমজনতা তাকে যেমন শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, তেমনই মুম্ব্ই ইন্ডিয়ান্স থেকে বিসিসিআই তাকে শুভেচ্ছা জানিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স ভিডিও প্রকাশ করেছে যেখানে রোহিতের ৪৫ নাম্বার জার্সি একেবারে জ্বলে উঠছে এবং তার ক্রিকেট কেরিয়ার নিয়ে দু চার কথাও বলা রয়েছে। এদিকে বিসিসিআই এর তরফ থেকে তার ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। বিশ্ব ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কই সবথেকে বেশি ছক্কার মালিক । তাঁর দখলে রয়েছে ৫৯৭ টি ছক্কা।
এখন রোহিত ব্যস্ত আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি খেলছেন দীর্ঘদিন । পাঁচ বার মুম্বাই ইন্ডিয়ান্স কে জিতিয়েছেন ট্রফি। এবার মুম্বই ইন্ডিয়ান্স তাদের অধিনায়ক বদল করলেও রোহিতকে এখনো অধিনায়ক হিসেবে মানেন সমর্থকেরা।
হিটম্যান ১৯৮৭ সালের ৩০ এপ্রিল জন্ম গ্রহণ করেছিলেন । ২০১৯ বিশ্বকাপে রোহিত মোট ৫ টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ।যা রেকর্ড । কারণ একটি বিশ্বকাপে এতগুলি সেঞ্চুরি আর কেউ করেনি ।