সিডনি টেস্টের পরই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত! দাবি প্রাক্তন তারকার
Rohit decided to retire after Sydney Test, claims former star

Truth of Bengal: বর্ডার-গাভাসকর ট্রফির সিডনি টেস্টে রোহিত শর্মা অধিনায়ক থাকলেও, তিনি তা না করে সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন যশপ্রীত বুমরার হাতে। তারপরই রোহিতের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। সম্প্রতি গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত। তারপর হিটম্যানের এই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়ায় কাইফ জানান, ‘রোহিত ওই টেস্টের সময় যখন নিজেকে সরিয়ে নিয়েছিলেন, সেই কঠিন সময় আমার মনে হয়েছিল দলে একজন অধিনায়কের খুব প্রয়োজন। ভাগ্যিস সেই সময় বুমরা ছিলেন। তাই তাঁকে দিয়ে কাজ চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কপাল খারাপ, বুমরাও শেষ পর্যন্ত ম্যাচটি খেলতে পারেননি। আমার মনে হয়েছিল রোহিত ফর্মে ছিলেন না ঠিক আছে, তবুও ওর মনে রাখা উচিত ছিল যে রোহিত দলের অধিনায়ক। কাজেই এমন সিদ্ধান্ত ওই সময়ে নেওয়া ঠিক হয়নি। এখন আমার মনে হচ্ছে, রোহিত হয়ত তাঁর অবসরের সিদ্ধান্তটা সিডনি টেস্টের পর পরই নিয়ে ফেলেছিল।’
রোহিত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান ৪,৩০১। যার মধ্যে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। রোহিত ভারতকে মোট ২৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন এবং ১২টি টেস্টে জয় পেয়েছেন। এবং ৯টি টেস্টে পরাজিত হয়েছেন।