খেলা

ময়দানে কামব্যাক ঋষভের, দুর্দিন কাটিয়ে কামব্যাক করছেন তারকা ক্রিকেটার

Rishabh's comeback on the field, the star cricketer is making a comeback after suffering

Bangla Jago TV Desk : ভারতের মাটিতে শুরু হয়েছে ক্রিকেটের মহারণ। আর সেই মহারণের কয়েকটা ম্যাচও হচ্ছে তিলোত্তমার নন্দনকাননে। আর এবার কলকাতাতেই আয়োজন করা হল দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরের। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে ৪ দিনের জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে। আর এবার সেই প্রস্তুতি শিবিরেই দেখা গেল তরুণ তুর্কি ঋষভ পন্থকে।

বুধবার থেকে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয়েছে এই অনুশীলন পর্ব। আর বৃহস্পতিবারই দীর্ঘদিন পর ময়দানে নামতে দেখা যায় ঋষভকে। ২০২২-এর ডিসেম্বরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। এরপর আশঙ্কাজনক অবস্থায় দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। পরবর্তীতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন তিনি। তার ২২ গজে প্রত্যাবর্তন একদা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। তবে, সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করেই আবারও ময়দানে কামব্যাক করলেন তিনি।

বৃহষ্পতিবার সকালে দেখা যায়, দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আর কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে বেশ খোশমেজাজেই রয়েছেন তিনি। তবে এদিন তাকে অবশ্য অনুশীলন করতে দেখা যায়নি। চলতি বছরের আইপিএল মরশুমেও গুরুতর চোটের কারণে অনুপস্থিত ছিলেন তিনি। তবে, আগামী মরশুমে যে এই তারকা ব্যাটার কাম উইকেটকিপারকে আবারও ময়দানে দেখা যেতে চলেছে, সেই বিষয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমিদের একাংশ।

FREE ACCESS

 

Related Articles