আপিএল-এ দুরন্ত পারফর্ম করতে মরিয়া রাঁচির ‘ক্রিস গেইল’
Ranchi's 'Chris Gayle' is desperate to perform brilliantly in IPL

Truth Of Bengal : ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। প্রাকৃতিক সৌন্দর্যে যেমন রাঁচি সবাইকে আকৃষ্ট করে পর্যটকদের কাছে পরিচিতি লাভ করেছে, ঠিক তেমনই রাঁচিকে বিশ্বের ক্রীড়াঙ্গনের মানচিত্রে তুলে ধরেছেন একজন ক্রিকেটার। তাঁর নাম তো সকলেরই জানা। তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। এবার সেই পাহাড়-জঙ্গল ঘেরা ছোট্ট এই শহর থেকেই আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছেন আরও এক তরুণ ক্রিকেটার। তাঁর নাম রবীন মিঞ্জ।
২০২৩ সালে ক্রিকেটের মেগা ইভেন্টে আত্মপ্রকাশ ঘটে রবিনের। সেই সময় সুযোগ মিলেছিল গুজরাট টাইটান্সে। অন্যদের মত, রবীনও দু’চোখে স্বপ্ন দেখেছিলেন, আইপিএল-র মঞ্চে সাড়া জাগানো পারফরম্যান্স করে জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নেওয়ার। কথায় আছে মানুষ চায় এক, আর হয় আর এক। রবিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রথম আদিবাসী ক্রিকেটার হিসাবে আইপিএল-র আসরে জায়গা পেলেও সেই সময় বাধ সেঁধেছিল বাইক দুর্ঘটনা। যার জেরেই সেবার আইপিএল-র আসরে খেলা হয়ে ওঠেনি রবিনের। তাঁর জায়গায় গুজরাট দলে নিয়েছিল বিআর শরথকে।
কিন্তু যে স্বপ্নের বীজ ছোট থেকেই দু’চোখে বুনেছিলেন রবীন, সেই স্বপ্ন তো অচিরেই শেষ করে দেওয়া যায় না। তাই ফের নিজেকে তৈরি করার চেষ্টা চালাতে থাকেন রবীন। এবার তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর যেদিন রবীন আইপিএল-র আসরে প্রথম মাঠে নামবেন, সেদিন ভারতীয় ক্রিকেটে এক নতুন নজির তৈরি করবেন এই তরুণ ক্রিকেটার। প্রথম আদিবাসী ক্রিকেটার হিসাবে আইপিএল-র আসরে খেলবেন তিনি।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো ঝোড়ো ব্যাটিংয়ে নিজেকে সাবলীল করে তুলেছেন রবীন। শুধু ব্যাটিংয়েই নয়, দক্ষ উইকেটরক্ষকের ভূমিকাতেও। নিজের ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই রাঁচির ক্রিকেট মহলে রবীনকে সবাই ডাকেন ‘ক্রিস গেইল’ নামে।
ইষাণ কিসান দল ছাড়ায় এবার রবীনকে দলে নিয়েছে মুম্বই। রবীন এখন সুযোগের অপেক্ষায় দিন গুনছেন। এখন দেখা যাক মুম্বইয়ের হয়ে রাঁচির ‘ক্রিস গেইল’ কতটা নিজেকে মেলে ধরতে পারেন, তা সময়ই বলবে।