খেলা

পিঙ্ক বলের টেস্টে নিজের ব্যাটিং লাইনআপ নিয়ে বড় মন্তব্য রাহুলের

Rahul makes a big comment about his batting lineup in the pink ball Test

Truth Of Bengal: আর হাতে মাত্র মাঝে মাত্র একটা দিন। তারপরই অ্যাডিলেডে শুরু হবে দিব-রাত্র পিঙ্ক বলের টেস্ট। অ্যাডিলেড টেস্ট শুরু হওয়ার আগে ভারত ইতিমধ্যেই পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। পারথে রোহিত শর্মা দলের সঙ্গে না থাকলেও অ্যাডিলেড টেস্টের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়ে শিবিরে যোগ দিয়েছেন হিটম্যান। সুস্থ হয়ে উঠেছেন শুভমনও। তাই অ্যাডিলেডে কেএল রাহুল কত নম্বরে ব্যাট করতে নামবেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

অবশ্য তার আগেই নিজের ব্যাটিং লাইনআপ সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ভারতের বর্তমান মিঃ ডিপেন্ডবল জানান, দলের মধ্যে তাঁর নির্দিষ্ট কোনও জায়গা নেই ব্যাটিং করার। এটা একটা সময় মানসিক চাপ থাকলেও এখন আমাকে আর এই ব্যাপারটা একেবারেই ভাবায় না। কেননা, আমি দলের স্বার্থে যে কোনও পজিশনে ব্যাট করতে রাজি আছি।

রাহুল আরও জানান, একটা সময় বিভিন্ন পজিশনে ব্যাট করতে হয়েছে আমাকে, তখন টেকনিক্যালি চ্যালেঞ্জ থাকত। এই কারণেই যে, প্রথম ২০-২৫টা বল ঠিকমত খেলতে পারব তো। অবশ্য সেইটা ওভারকাম করতেই আত্মবিশ্বাস তাঁর বৃদ্ধি পেয়েছে বলেও জানাতে ভুললেন না রাহুল।

এর পাশাপাশি রাহুল আরও বলেন, দীর্ঘদিন আমি টেস্ট ও একদিনের ক্রিকেট খেলছি। তার ফলে আমার ধারণা হয়ে গিয়েছে যে, আমি কিভাবে ম্যাচ অনুযায়ী নিজের ব্যাটিং ট্যাকটিস পরিবর্তন করব।

এর পরই মজার সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আপনি কত নম্বরে ব্যাট করবেন?

সেই প্রশ্নের উত্তরে রাহুল জানান, আমাকে বলা হয়েছে এই প্রশ্নের উত্তরটা এখনই আপনাদের সঙ্গে শেয়ার না করতে।

প্রসঙ্গত, রোহিত-যশস্বীকে রেখেই হয়তো ওপেনিং জুটি সাজাবেন গম্ভীর। সেক্ষেত্রে শুভমন ও বিরাটের পরই হয়তো দেখা যেতে পারে কেএল রাহুলকে। আবার মিডিল অর্ডারের শেষের দিকেও ব্যাট হাতে নামতে পারেন রাহুল।

অবশ্য এই টেস্টে ভারতীয় দলে অনেক পরিবর্তনই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা, শুভমন সুস্থ হয়ে দলে ফিরলে কোপ পড়তে পারে ধ্রুব জুড়েলের ওপর। তবে নীতিশ রেড্ডি প্রথম ভাল রান পাওয়ায় তাঁকে হয়ত বাদ দেওয়ার ঝুঁকি নেবেন না গম্ভীর। তবে কোনওকিছুই এখনও চূড়ান্ত নয়। ম্যাচের আগেই জানা যাবে চূড়ান্ত দল।

Related Articles