অলিম্পিক্সে বিনেশের সঙ্গে রাজনীতি করেছেন পিটি উষা! বিস্ফোরক বিনেশ
PT Usha did politics with Binesh at the Olympics! Explosive disposal

Truth Of Bengal : প্যারিস অলিম্পিক্সে রাজনীতি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন সদ্য অবসর নেওয়া কুস্তিগীর বিনেশ ফোগাট। ১০০ গ্রাম ওজন বেশি হ্ওয়ার জন্য বাদ পড়েছিলেন তিনি। তার পর যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সে সময় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা তার সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছিলেন শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য এমন অভিযোগ করলেন স্বয়ং বিনেশ ফোগাট। তিনি দাবি করেছেন যে তিনি পিটি ঊষার কাছ থেকে কোনও সমর্থন পাননি। বিনেশ ফোগাট আরো অভিযোগ করেন যে তার অজান্তেই তার সঙ্গে পিটি ঊষা ছবি তুলে তা নেট দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন।
সব মিলিয়ে হতাশ বিনেশের আফসোস আর কিসের জন্য তিনি কুস্তি খেলা চালিয়ে যাবেন ? সে কারণে অবসরের পথে হাঁটেন তিনি। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ৫০ কেজি কুস্তির ফাইনালে নামতেই পারেননি তিনি। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তার । যদিও তার আগের দিন রাতে ওজন কমানোর জন্য বহু চেষ্টা করেছিলেন বিনেশ এমনকি জল পর্যন্ত তিনি খাননি , যার জেড়ে ডিহাইড্রেশন হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিনেশকে।
সে সময় অবশ্য আই ও এ প্রেসিডেন্ট জানিয়েছিলেন বিনেশকে সবরকম সাহায্য করা হচ্ছে তাদের তরফ থেকে। বিনেশ অভিযোগ করে বলেন “আমি হাসপাতালের বিছানায় পড়ে রয়েছি, জানি না বাইরের দুনিয়ায় কী চলছে। জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সেই পরিস্থিতিতে উনি আমাকে না বলেই ছবি তুলছেন যেন সোশাল মিডিয়ায় সকলের কাছে জাহির করতে পারেন যে উনি আমার পাশে রয়েছেন।”