
The Truth of Bengal: সবুজ-মেরুণ শিবিরে তার পথ চলার ইতিকথা রচিত হল। মোহনবাগান ছাড়লেন সকলের প্রিয় ক্যাপ্টেন কুল প্রীতম কোটাল। শেষ আইএসএল-এও মোহনবাগান জয়ের মুখ দেখেছিল প্রীতমের অধিনায়কত্বেই। তবে, এবার তাকে আর দেখা যাবে না সেই সবুজ-মেরুণ শিবিরে।
এবারে কেরালা ব্লাস্টার্সের হয়ে ময়দানে নামবেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ন্ট ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে এখন সোয়াপ ডিল চলছে, যার ফলস্বরূপ, ওই দল থেকে মোহনবাগানে আসছেন সাহাল আব্দুল সামাদ। শুক্রবার দুপুরে মোহনবাগানের পক্ষ থেকে প্রীতমের ক্লাব ছাড়ার খবর জানানো হয়। পাশাপাশি সবুজ-মেরুনে ভারতীয় ফুটবলের পোস্টার বয় সাহাল আব্দুল সামাদের যোগ দেওয়ার খবরও জানানো হয়েছে।
পাশাপাশি, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল মোহনবাগান ছাড়তে চলেছেন প্রীতম। আর এবার সেটাই সত্যিই হল। আগামী তিন বছর তিনি কেরালার হয়েই খেলবেন। অপরদিকে, আগামী পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগানে এলেন সামাদ। তবে, প্রীতমের মোহনবাগান ছাড়া আগামী আইএসএল-এ মোহনবাগানের উপর কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।