খেলা

চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন বিনেশ, পিটি ঊষাকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Prime Minister Narendra Modi's message to PT Usha, the champion of champions

The Truth Of Bengal: অলিম্পিক্সের ১২তম দিনে ভারতীয়দের সোনার স্বপ্ন দেখাচ্ছিলেন বিনেশ ফোগাট। আশা ছিল তৃতীয় পদক আসছে বিনেশের হাত ধরে। দেশবাসী ধরে নিয়েছিলেন পদকের রং  বদলাবে বুধবার । তিনটি ব্রোঞ্জ জেতার পর  সোনা আনবেন বিনেশ কিন্তু মুহূর্তের মধ্যে সবটা বদলে যায়। প্যারিস অলিম্পিক্সের কুস্তিতে ৫০ কেজি বিভাগে নামার কয়েক ঘন্টা আগে খবর আসে বিনেশ ফোগাট বাদ পড়েছেন। কারণ তার ওজন ৫০ কেজির থেকে বেশি রয়েছে ।  ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে বাদ পড়লেন বিনেশ। কোনও পদক তিনি পেলেন না।

এই ঘটনা শোনার পর গোটা দেশবাসী মর্মাহত হয়েছেন। এই ঘটনার পর ভারতীয় অলিম্পিক্স  সংস্থার প্রেসিডেন্ট পি টি উষাকে ফোন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পি টি ঊষার কাছ থেকে জানতে চান ঠিক কি ঘটনা ঘটেছে। ‌ প্রধানমন্ত্রীর সঙ্গে পি টি ঊষার  যে কথা হয় সে বিষয়ে জানা যায়, বিনেশ ফোগাটের বাদ পড়ায় ভারতীয় অলিম্পিক্স সংস্থার তরফ থেকে প্রতিবাদ করার সুযোগ  থাকলে যেন এ বিষয়ে প্রতিবাদ জানায় সংস্থা । বুধবার সকালে তাঁর বাদ পড়ার খবর প্রকাশ্যে আসার পর বিনেশের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী।

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন বিনেশ  ‘তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব। প্রতিটি ভারতীয়ের অনুপ্রেরণা। আজকের ঘটনাটা বেদনাদায়ক। আমার যদি এই বেদনা আর হতাশা প্রকাশের ভাষা থাকত তা হলে হয়তো বলতে পারতাম। তবে আমি মনে করি তুমি সহনশীলতার মূর্ত প্রতীক। তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালবাস। আমার বিশ্বাস, তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা সবাই তোমার পাশে আছি।” বিনেশের বাদ পড়ার ঘটনায় দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতির জন্য ৭০ লক্ষ ৪৫ হাজার ৭৭৫ টাকার সহায়তা দেওয়া হয়েছে বিনেশকে। সরকার তার পাশে আছে বলেই মনসুখ জানান সংসদে ।

Related Articles