খেলা

ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স

Pat Cummins has been selected as the Cricketer of the Month for December

The Truth Of Bengal : সাফল্যে মোড়া তেইশ শেষ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ওডিআই বিশ্বকাপে নিজেকে ছাপিয়ে গিয়ে খেলার চেষ্টা করেছিলেন প্যাট কামিন্স। তিনি অস্ট্রেলিয়ান সমর্থকদেরকে একেবারে নিরাশ করেননি। সেই পুরস্কার তিনি অস্ট্রেলিয়ান সমর্থকদের কাছ থেকে যেমন পেয়েছেন তার পাশাপাশি পেলেন আইসিসির তরফ থেকে। আইসিসি তরফ থেকে এক্সে পোস্ট করে বলা হয়েছে ডিসেম্বরের সেরা খেলোয়াড় প্যাট কামিন্স। বিশ্বকাপে সফল টিম অস্ট্রেলিয়া ।

বিশ্বকাপের ইতিহাসেও সবচেয়ে সফল টিম তারা। বিশ্বকাপে টিমকে ফাইনাল পর্যন্ত তোলা শুরু নয় টিমকে ফাইনাল জেতানোর পেছনে যাদের যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম প্যাট কামিন্স। তিনি যে শুধু ওডিআই বিশ্বকাপে ভালো পারফর্ম করেছেন এমনটা নয় তার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে যে সিরিজ ছিল ।  সেই সিরিজেও নজর কারা পারফরম্যান্স করে নজরেই এসেছেন।

ম্যাচে তাঁর দাপট এতটাই ছিল যে  দ্বিতীয় ম্য়াচে জয়ের মুখ থেকে কার্যত ফিরে আসে পাকিস্তান। সব মিলিয়ে তিন ফরম্যাটেই নিজের দাপট দেখিয়েছেন  কামিন্স। তিনি এবার পরবর্তী যে ম্যাচ রয়েছে , ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ড সিরিজ । সেই সিরিজের  জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার আগে এই খবর  কামিন্সকে উজ্জিবিত করে তুলেছে । তিনি বলেছেন , আমরা পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলে ২০২৩ সালটা শেষ করেছি। দলে হয়ে তিনি মুগ্ধতা প্রকাশ করেছেন । সব মিলিয়ে এ নিয়ে  তিনি খুব খুশি বলেও উল্লেখ  করেন। পাশাপাশি সামনের ম্যাচ নিয়েও ভাবছেন কামিন্স ।

 

FREE ACCESS

Related Articles