বাভুমাদের কাছে সিরিজ হেরে ক্ষমা চাইলেন পন্থ
এরপরই দর্শকদের ক্ষোভের মুখে পড়েন কোচ গম্ভীরের পাশাপাশি অধিনায়ক ঋষভ পন্থও।
Truth Of Bengal: ইডেনে প্রথম টেস্ট চলাকালীন ঘাড়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন টিম ইন্ডিয়ার ঘোষিত অধিনায়ক শুভমন গিল। যার জেরে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও মাঠে নামতে পারেননি মেন-ইন-ব্লুজ ক্যাপ্টেন। এমতাবস্থায় শুভমনের বদলি হিসেবে দায়িত্ব সামলেছিলেন উইকেটরক্ষক কাম ব্যাটার ঋষভ পন্থ। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর প্রথম টেস্টের মত (মাঝামাঝি সময়ের পর) দ্বিতীয় টেস্টেও হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কেননা সিরিজে সমতা ফিরতে গেলে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না পন্থ-রাহুল-জাদেজাদের সামনে। কিন্তু গম্ভীর ব্রিগেডের সে আশা পূরণ হয়নি। এরপরই দর্শকদের ক্ষোভের মুখে পড়েন কোচ গম্ভীরের পাশাপাশি অধিনায়ক ঋষভ পন্থও। সেই ক্ষোভের আগুনের তাপ বৃদ্ধি পাচ্ছে দেখে এবার আসরে নেমে ক্ষমা চাইতে বাধ্য হলেন পন্থ।
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বিগত দুই সপ্তাহে আমরা যে ম্যাচগুলিতে মাঠে নেমেছিলাম, সেগুলিতে আমাদের পারফরম্যান্স একদমই আশানুরূপ হয়নি। এটা একদম বাস্তব সত্য। যা স্বীকার করতে কোনও লজ্জা নেই। এরপর থেকে আমরা দলগতভাবে চেষ্টা করব সকলে মিলে ভাল পারফরম্যান্স করে গোটা দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’
পন্থ আরও লেখেন, ‘মনে রাখতে হবে খেলাধুলে আপনাকে কোনও কিছু যেমন শিখতে শেখায়, ঠিক তেমনই শেখায় দলগত কিম্বা ব্যক্তিগতভাবে বেড়ে উঠতে। দেশের হয়ে নিজের ঘরের মাঠে অধিনায়কত্ব করা বিরাট সম্মানের ব্যাপার। আমরা বিশ্বাস করি পরিশ্রম করে আবার আমরা আমাদের চেনা ছন্দে ফিরে আসতে পারব। আপনারা সকলে আমাদের আশীর্বাদ করুন।’






