
Truth Of Bengal: সময়টা সত্যিই একদম ভাল যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়ার পর নিউজিল্যান্ডের পক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল পাক বাহিনী। কিন্তু হলে কি হবে, সময় যখন খারাপ যায়, তখন যেন সবকিছুই ওলট পালট হয়ে যায়। পাকিস্তানেরও সেই হাল হয়েছে। দ্বিতীয় একদিনের ম্যাচেও ৮৪ রানে হারের মুখ দেখতে হল রিজওয়ানের দলকে। এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজও পকেটে পুড়ে নিল কিউয়িরা।
বুধবার সেডন পার্কে আয়োজিত দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে আট উইকেটের বিনিময়ে ২৯২ রান করে নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে সর্বাধিক ৯৯ রান করেন উইকেটরক্ষক মিচেল হেই। মহম্মদ আব্বাস ৪১ এবং নিক কিলি করেন ৩১ রান। পাক দলের হয়ে সর্বাধিক ২টি করে উইকেট ঝুলিতে পোড়েন মহম্মদ ওয়াশিম (জুনিয়র) ও সুফিয়ান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তিন পাক ব্যাটার প্যাভেলিয়নে ফেরেন। দলের রান তখন মাত্র ৫। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন অধিনায়ক বাবর আজম। ব্যর্থ হন অধিনায়ক রিজওয়ান-ও। এরপর পাক দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেন ফাহিম আশরফ। সর্বাধিক ৭৩ রান করেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন তিনি। ফলে ৪১.২ ওভারে ২০৮ রানেই গুটিয়ে যায় পাক বাহিনী। নিউজিল্যান্ডের হয়ে একাই পাঁচটি উইকেট দখল করেন বেন সিয়ার্স।