খেলা

এমবাপের জায়গায় নতুন খেলোয়াড়, পিএসজিতে সই করবেন লামিনে

New player to replace Mbappe, Lamine to sign for PSG

The Truth Of Bengal :  দিন কয়েক আগে এমবাপে পিএসজি ছেড়ে গিয়েছেন রিয়াল মাদ্রিদে । তার শূন্যস্থান কবে পূরণ হবে ? এমবাপের জুতোয় কে পা গলাবেন ? জানা গিয়েছে , এমবাপের জুতোয় পা গলাতে চলেছেন ১৬ বছর বয়সী ইয়ামাল। পিএসজির নজরে রয়েছেন এই ফুটবলার । ইউরো শেষ হলেই তার কাছে পিএসজির তরফ থেকে প্রস্তাব যেতে চলেছে বলে জানা গিয়েছে। ‌ ক্লাব ও দেশের হয়ে খেলার জন্য এই ষোল বছর বয়সী ফুটবলার গোল্ডেন বয় পুরস্কার পেতে পারেন। ‌ ইতিমধ্যে এই গোল্ডেন বয় প্রতিষ্ঠাতা মাসিমো ফ্রাঞ্চি জানিয়েছেন ইয়ামালকে যদি পিএসজির হয়ে খেলতে দেখা যায় আগামীতে তাহলে তিনি অবাক হবেন না। আসলে মাসিমো তার দক্ষতার কথায় তুলে ধরেছেন।এমবাপেকে দলে নেওয়ার সময় দুই হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছিল পিএসজি।।

তার জুতোয় পা গলাতে চলা এই সম্ভাব্য ফুটবলারকেউ সেই টাকায় প্রস্তাব দিতে পারে বলে জানিয়েছেন মাসিমো । ইয়ামালকে যদি কোন দল নিতে চায় তাহলে বার্সেলোনাকে ন’ হাজার কোটি টাকা দিতে হবে বলে ইয়ামালের চুক্তিতে রয়েছে। স্পেনের ক্লাবের যে আর্থিক অবস্থান রয়েছে তাতে সহজে ইয়ামালকে তারা ছেড়ে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে পিএসজির কোচ রয়েছেন এনরিকে । এর আগে তিনি স্পেন ও বার্সেলোনার কোচের দায়িত্ব সামলে এসেছেন , ফলত তরুণ এই ফুটবলারকে কাছ থেকে দেখেছেন এনরিকে । তার ফুটবলের প্রতি দক্ষতাকে তিনি খুব ভালোভাবেই চেনেন। ফলত লামিনেকেই এমবাপের জায়গাতে নিতে চলেছেন এনরিখে এমনটাই জানা গেছে ।

 

Related Articles