
The Truth of Bengal: ভারতের সোনার ছেলে নীরজ এবার এক বড় সিদ্ধান্ত নিলেন। সামনেই রয়েছে প্যারিস অলিম্পিক্স। রয়েছে ডায়মন্ড লিগ ও। তার আগে নীরজ তার ট্রেনিং বেস দক্ষিণ আফ্রিকা থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন তুরস্কের আন্টালিয়াতে, এমনটাই জানা গিয়েছে। আরো জানা গিয়েছে,এমওসির তরফে সম্প্রতি একটা বৈঠক হয় সেই বৈঠকে জানানো হয় নীরজ চোপড়া তার অনুশীলন এবার তুরস্কে করতে চান। এমওসির এই বৈঠকে তার এই সিদ্ধান্তকে সম্মতি জানানো হয়।
প্যারিস অলিম্পিক্সের আগে অ্যাথলিটরা বেশ প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নিচ্ছেন নীরজ ও। অনেক আগে থেকেই বিদেশের মাটিতে প্রাকটিস করছেন নীরজ। গত বছরের ৫ ডিসেম্বর থেকে তার বিদেশের মাটিতে শুরু হয়েছে প্রাকটিস। নীরজ এই মুহূর্তে বিদেশে থাকলেও তিনি আগেই বলে দিয়েছেন তার স্বপ্ন ৯০ মিটার পর্যন্ত জাভলিন ছোড়া। সেই লক্ষ্যকে পাথেয় করেই অনুশীলন শুরু হয়েছে নীরজের। ভালো পারফর্ম করা ও দেশকে পদক উপহার দেওয়া এই ভাবনা থেকেই জোরকদমে চলছে প্রাকটিস।
নীরজ তার লক্ষ্যে পৌঁছোন এবং দেশকে সোনা উপহার দিন; এমনটাই চান কাশ্মীর থেকে কন্যাকুমারীর আপামর দেশবাসী। তাইতো নীরজের পাখির চোখ এবছরের দিকেই। অংশ নেবেন প্যারিস অলিম্পিক্সে। নিজের সেরাটা দিয়ে আবারো সোনা জয় করা এটাই লক্ষ্য নীরজর। তুরস্কে নীরজ চলতি বছরের মে মাস পর্যন্ত ওখানেই থাকবেন। নীরজের সঙ্গে ওখানে থাকতে পারবেন তার কোচ,বায়োমেকানিক এক্সপার্ট ও তার ফিজিও। প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না নীরজ ।