বিশ্ব চ্যাম্পিয়ন কোচের সঙ্গে চুক্তি মুম্বই ইন্ডিয়ান্সের
Mumbai Indians sign deal with world champion coach

Truth Of Bengal: আগামী আইপিএল শুরুর আগেই আর একটি চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার দুটি বিশ্বকাপজয়ী ফিল্ডিং কোচের সঙ্গে চুক্তি পাকা করে নিল বাণিজ্য নগরীর দলটি। তিনি হলেন কার্ল হপকিনসন। শুক্রবার হপকিনসনকে নিয়োগের বিষয়টি জানানো হয় মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে।
প্রসঙ্গত, বিগত সাত বছর ধরে রোহিত শর্মাদের দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন জেমস পামেন্ট। এবার তাঁর বদলে দায়িত্বে এলেন হপকিনসন। পামেন্টের বিদায়ের পর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে এক বার্তায় লেখা হয়, গত সাত বছর ধরে যে মূল্যবান সময় আপনি আমাদের সঙ্গে দিয়েছেন তারজন্য আমরা অশেষ কৃতজ্ঞ আপনার কাছে। দলের দায়িত্বে না থাকলেও আপনাকে ওয়াংখেড়েতে সবসময়ের জন্যই স্বাগত জানাই। আপনার প্রতি আমাদের ভালবাসা অটুট থাকবে চিরদিনের জন্য।
এদিকে হপকিনসন কোচ হিসেবে যতটা সফল, ততটা সফল তিনি নন ক্রিকেটার হিসেবে। এমনকি ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ কখনও খেলেননি তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলেছেন হপকিনসন।
নিজের দেশের হয়ে ২০১৮ সালে ইংল্যান্ড যখন বিশ্বকাপ জয় করে, তখন সে দেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও ইংল্যান্ডের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্বে দেখা গিয়েছিল হপকিনসনকে। এছাড়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ইংল্যান্ডকে ফাইনালে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগরও ছিলেন হপকিনসন।
এখন দেখার দু বারের বিশ্বকাপজয়ী কোচকে দলের ফিল্ডিং কোচের দায়িত্ব দিয়ে আগামী আইপিএল-এ মুম্বই কতটা সাফল্য লাভ করে তা সময়ই বলবে।