খেলা

রিজার্ভ দল নিয়ে প্রস্তুতি শুরু মোহনবাগানের

Mohun Bagan started preparation with reserve team

The Truth Of Bengal : ২৫ শে জুন থেকেই শুরু হতে চলেছে সিএফএল। আর তার আগেই রিজার্ভ দল নিয়ে প্রস্তুতি শুরু করতে চলেছে মোহনবাগান। যদিও বা এখনো প্রতিপক্ষ কে বা কারা হবে তা এখনো জানা যায়নি। তবে জানা যাচ্ছে,  ৯ জুন মোহনবাগান রিজার্ভ দলের খেলোয়াড়রা কলকাতায় আসতে চলেছে। বাংলার বাইরে থাকে এমন নতুন যারা দলে সই করতে চলেছে মোহনবাগানে তাঁরা নিজেদের ৯ এবং ১০ জুনের মধ্যে আইএফএর অফিসে সই সম্পূর্ণ করতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব অনুশীলন শুরু করবে মোহনবাগান রিজার্ভ দল।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১০ জুন থেকে অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান। মোহনবাগান কর্তৃপক্ষ আশা করছে যেন সিএফএল একটু দেরিতে শুরু হয়। সেই অনুযায়ী আইএফএর সাথে আলোচনা করছে সবুজ-মেরুন কর্তৃপক্ষ।  প্রসঙ্গত, ২০২২-২৩ মরশুমের তুলনায় ২০২৩-২৪ মরশুমে রিজার্ভ দল সেরকম একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। ২০২২-২৩ মরশুমে ডেভেলপমেন্ট লিগ জিতে নেক্সট জেন কাপে অংশগ্রহন করেছিল। যদিও বা নেক্সট জেন কাপে ষষ্ঠ স্থানেই শেষ করে মোহনবাগান। ২০২৪ মরশুমে নেক্সট জেন কাপে কলকাতার আরেক দল ইস্টবেঙ্গল অংশগ্রহন কর‍তে চলেছে।

Related Articles