খেলা

পাকিস্তানের সাদা বলের দায়িত্বে মাইক হেসন

Mike Hesson in charge of Pakistan's white ball

Truth of Bengal: সাদা বলে পাকিস্তানের কোচের পদে আসীন হলেন মাইক হেসন। নিউজিল্যান্ডের প্রাক্তন এই ক্রিকেটারের নামের পাশেই শেষ পর্যন্ত শীলমোহর দিল পিসিবি। সংবাদমাধ্যমকে তাঁদের নতুন কোচের কথা জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এর পাশাপাশি সে দেশের ওয়েব সাইটে মাইক হেসন-র নাম নিশ্চিত করা হয়েছে। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন মাইক।

মাইককে কোচের পদে আসীন করে পিসিবি-র পক্ষ থেকে জানানে হয়েছে, তাঁদের কোচের পদের জন্য অনেকেই আগ্রহী হয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্য থেকে মাইককে বেছে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নাকভি জানান, ‘সাদা বলের সংস্করণে পাকিস্তান সিনিয়র  জাতীয় দলের কোচ হিসেবে মাইককে দায়িত্ব দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি মাইকের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’

গত এপ্রিল মাস থেকেই নিউজিল্যান্ডের প্রাক্তন এই ক্রিকেটারের নাম পাকিস্তানের কোচ হিসাবে আলোচনায় উঠে এসেছিল। এবং তিনি পিএসএল শেষ হওয়ার পরই দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন বলেও জানা গিয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানের কোচ হিসাবে মাইকের প্রথম চ্যালেঞ্জই হচ্ছে বাংলাদেশ সিরিজ।

Related Articles