Manju Bala: ডোপিংয়ের জন্য কড়া শাস্তি পেলেন মঞ্জু বালা
মঞ্জুর এই শাস্তির নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গত ১০ জুলাই ২০২৪ সাল থেকে।
Truth of Bengal: অবশেষে শাস্তির কবলে পড়লেন ২০১৪ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী হ্যামার থ্রোয়ার মঞ্জু বালা। তাঁকে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হল। গত মঙ্গলবার মঞ্জুর বিরুদ্ধে এই শাস্তির কথা ঘোষণা করে অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা। মঞ্জুর এই শাস্তির নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গত ১০ জুলাই ২০২৪ সাল থেকে।
মঞ্জুর শরীরে ডিএইচসিএমটি, এলজিডি-৪০৩৩ এবং এসএআরএমএস সহ নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া গিয়েছে বলে জানিয়েছিল নাডা। চলতি বছরে গত সেপ্টেম্বরে এই তথ্য প্রথম প্রকাশ করেছিল তারা। অবশ্য যেহেতু তাঁর শাস্তি গত বছর থেকেই লাগু হয়েছে, সেই কারণে পাঁচ বছরের মধ্যে দেড় বছর ইতিমধ্যেই অতিক্রান্ত করে ফেলেছেন তিনি।
প্রসঙ্গত, শুধু মঞ্জু একাই নন, তাঁর সঙ্গে নিষিদ্ধের তালিকায় পড়েছেন আরও অনেকেই। যেমন অ্যাথলিট মোহন সাইনি, দুই পাওয়ার লিফটার গোপাল কৃষ্ণণ, অমিত কুমার, শুভম মহারা, সঞ্জয় ভাস্কররাও শাস্তির কবলে পড়েছেন। মোহন ও শুভমকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হলেও, গোপাল, অমিত, সঞ্জয়দের নিষিদ্ধ করা হয়েছে তিন বছরের জন্য।






