
Truth Of Bengal: সম্প্রতি রংয়ের উৎসব হোলিতে মেতেছিলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির কন্যা। তারপর শামির মেয়ের হোলিতে অংশগ্রহণ করা নিয়ে তাঁকে কাঠগড়ায় তুলে সমালোচনা করেছিলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি শাহাবুদ্দিন রিজভি। এরপরই শামির পাশে দাঁড়ালেন মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী বিশ্বকৈলাশ সরণ সিং।
সংবাদসংস্থা সূত্রে খবর, এক চিঠি দিয়ে শামির পাশে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘এই ধরনের মন্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করছে। যা একেবারেই সহ্য করা হবে না। আমরা এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি। ওদের এই মন্তব্যে শামির ভয় পাওয়ার কিছু নেই। সরকার ওর সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করবে।’
শামির কন্যার হোলি খেলা নিয়ে মন্তব্য করতে গিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘শামির কন্যা হোলি খেললে ওদের কষ্ট হয়। এটা মেনে নেওয়া যায় না। এর জন্য শামিকে হুমকি দেওয়া হচ্ছে। দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য শামি রোজা রাখতে পারেননি। তাই নিয়েও সমালোচনা করছে। এটা একদমই ঠিক নয়। হোলি আমাদের দেশের সাংস্কৃতিক উৎসব। তাতে অংশগ্রহণ নিয়ে সমালোচনা সহ্য করা হবে না। দেশের সম্প্রতি যাতে কোনওভাবেই নষ্ট না হয় সেদিকেও সকলকে জোর দিতে হবে। এর জন্য কোনওরকম আপোষ করা হবে না।’
এর পাশাপাশি সরণ সিং কঠোর সমালোচনা করেন দেশের প্রাক্তন শাসক দল কংগ্রেস-র। কংগ্রেস নেতা-নেত্রীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘শামি একজন দেশের সুপারস্টার ক্রিকেটার। তাঁর মেয়েকে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। অথচ কংগ্রেস নেতা-নেত্রীরা চুপ করে বসে আছেন কেন?’