খেলা
Trending

উপ-দলীয় কোন্দলে কোচ ছাঁটাই ! পরিকল্পনার অভাবে ডামাডোল

Juan Ferrand was sacked, replaced by Habas

The Truth OF Bengal: আইএসএলে মোহনবাগানকে একের পর এক ম্যাচে হারতে হয়েছে । কিন্তু কেন ? সেই কারণ জানার চেষ্টা করেছে ক্লাব কর্তৃপক্ষ। একের পর এক কারণ সামনে আসছে । জানা গেছে , ফেরান্দোর আমলে দলের মধ্যেই ছোটো ছোটো দল তৈরি হয়েছিল । বিশৃঙ্খলা চরমে ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কতৃপক্ষের তরফে । ফেরান্দোর সেভাবে পরিকল্পনা না থাকায় হারের হ্যাট্রিক করেছে বাগান শিবির।

মোহনবাগানের অন্দরে চাপা উত্তেজনা রয়েই গেছে। এই উত্তেজনা তৈরি হয়েছে আইএসএলে  পর পর ম্যাচে হারের পর থেকে। তবে কেন হারতে হচ্ছে মোহনবাগানকে? তার কারণ খোঁজা চলছে। জুয়ান ফেরান্দ কে ছাঁটাই করা হয়েছে ,সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হাবাসকে । জানা গেছে দলের অন্দরে আরো দল তৈরি হয়েছিল জুয়ান ফেরান্দর আমলেই। তাতে ই হিংসা ছড়িয়ে ছিল প্রচুর পরিমাণে। খেলোয়াড়দের মধ্যেও ছিল না সদ্ভাব। পরিকল্পনার অভাব ছিল। দলের মধ্যে কার্যত বিশৃংখলা তৈরি হয়েছিল জুয়ান ফেরান্দর  জন্যই। এই নানাবিধ কারণে হারতে হয়েছে আই এস এলে । শুধু যে খেলোয়াড়দের চোট আঘাত এবং সে কারণে হারতে হয়েছে এমনটা নয়।

দলের মধ্যে চাপা বিশৃঙ্খলার কারণেই হারতে হয়েছে মোহনবাগানকে। সবকিছু সঠিকভাবে ম্যানেজ তো করেইনি ফেরান্দ উপরন্তু প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা যেন তৈরি করেছে। যে কারণে ছাঁটাই বলেই জানা গেছে । তাছাড়া যে টিমের বিপক্ষে মোহনবাগান হেরেছে সেই সব টিমের বিপক্ষে ইস্টবেঙ্গল হয় জিতে নিজেদের মান রক্ষা করতে ড্র করেছে। গোল করতে না পারলেও গোল করতে দেয়নি ইস্টবেঙ্গল। সেখানে মোহনবাগানের হাট তা মানতে পারছেন না সমর্থক থেকে ক্লাব কর্তৃপক্ষ। কারণ গত বছরই মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। আর এ বছর হাল একেবারে বেহাল। এইসব বিষয় দেখেশুনেই কোচ ছাঁটাই করা হয়েছে। ফেরান্দর এই কার্যকলাপ  সমর্থকদের কাছেও যেমন স্পষ্ট হতে থাকে তখন তাদের তরফ থেকেও গো ব্যাক স্লোগান শুরু হয়।

Free Access

Related Articles