খেলা

James Anderson: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অ্যান্ডারসন, ৭০০-র বেশি উইকেট লালবলের জাদুকরের ঝুলিতে 

The Truth Of Bengal: ক্রিকেটের ময়দানে তিনি নামলেই করতালিতে অভিনন্দন জানায় দর্শকরা।তাঁর লালবলের জাদু দেখে মোহিত হয়ে থাকেন তামাম দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা।এবার সেই টেস্ট ক্রিকেটকে আলবিদা জানাতে চলেছেন  জেমস অ্যান্ডারসন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ২২গজের ময়দানের শিল্পকর্মে ইতি টানার কথা তুলে ধরেছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি ডানহাতি পেসার। জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড শিবির।

তারপরই অ্যান্ডারসন বিদায়ের পথে হাঁটবেন বলে জানিয়েছেন।তথ্য বলছে, ৭০০-র বেশি টেস্ট উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। বিশ্বের আর কোনও পেসারের এই কীর্তি নেই। এমনকী সাদা পোশাকের ক্রিকেটে  মুত্থাইয়া মুরলিথরণ ও শেন ওয়ার্নের পর অ্যান্ডারসনই শ্রেষ্ঠত্বের কৃতিত্বের ছাপ রেখেছেন।তাই তাঁর বিদায়ের কথা শোনার পর ক্রিকেট প্রেমীদের মধ্যে কোথাও যেন একটা শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জেমস অ্যান্ডারসনের ক্রিকেট কাব্য নিয়ে আগামী প্রজন্ম চর্চা করবে।বলা যায়,তাঁর শূন্যস্থান অন্যকেউ পূর্ণ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

 

Related Articles