IPL 2025খেলা

পহেলগাঁও কাণ্ডের জের, এশিয়া কাপ হকিতে অনিশ্চিত পাকিস্তান

Pakistan in doubt for Asia Cup hockey due to Pahalgaon incident

Truth of Bengal: আগামী ২৭ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে বসতে চলেছে এশিয়া কাপ হকি টুর্নামেন্টের আসর। এই টুর্নামেন্টে আয়োজক দেশ হিসাবে ভারত ছাড়াও অংশগ্রহণ করার কথা আরও সাতটি দেশের। তালিকায় রয়েছে জাপান, মালেয়শিয়া, চিন ও কোরিয়ার পাশাপাশি পাকিস্তানের নামও। এই টুর্নামেন্টকে আগামী বছর বেলজিয়ামে ও নেদারল্যান্ডে অনুষ্ঠিত হকি বিশ্বকাপের কোয়ালিফাইং টুর্নামেন্ট হিসাবেও মনে করা হচ্ছে।

তবে এই টুর্নামেন্টে তালিকায় থাকা অন্যান্য দেশ অংশগ্রহণ করলেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে একপ্রকার ধোঁয়াশাই রয়ে গিয়েছে। কেননা গত মার্চ মাসে কাশ্মীরের পহেলগাঁও-র বৈসরনে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এরপরই ভারতের পক্ষ থেকে ‘অপারেশন সিঁদুর’-র মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসও করা হয়। বাড়তে থাকে দুই দেশের সীমান্তে উত্তেজনার পারদ-ও। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক কিছুটা স্বাভাবিক হলেও প্রতিবেশী দেশের অংশগ্রহণ নিয়ে একপ্রকার ধোঁয়াশাই রয়েছে আয়োজকদের।

এই প্রসঙ্গে হকি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ভোলনাথ সিং সংবাদমাধ্যমকে জানান, ‘এখনই এই বিষয়ে কিছু মন্তব্য করা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমরা সমস্ত কিছু সিদ্ধান্ত নেব সরকারের সঙ্গে আলোচনা করেই। টুর্নামেন্ট শুরু হতে এখনও মাস তিনেক বাকি আছে। তাই সরকার কি সিদ্ধান্ত নেন সেদিকেই আমরা তাকিয়ে আছি।’

Related Articles