খেলা

India vs South Africa: ইডেন টেস্টে কাকে বাদ দেওয়া হবে জানিয়ে দিলেন দুশখাতে

বুধবার সাংবাদিক সম্মেলনে এসে দুশখাতে বলেন, ‘এই মুহূর্তে ধ্রুব জুড়েল যে রকম ছন্দে রয়েছেন, কাজেই তাঁকে কোনওভাবে দলের বাইরে রাখা সম্ভব হয়।

Truth of Bengal: আগামী ১৪ নভেম্বর ইডেনে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচের প্রায় ৪৮ ঘণ্টা আগে মেন-ইন-ব্লুজদের প্রথম একাদশ কি হবে, তা বুধবার সাংবাদিকদের জানিয়ে দিলেন গৌতম গম্ভীরের সহকারী, তথা বোলিং কোচ রায়ান টেন দুশখাতে। তবে কোন ক্রিকেটার বাদ পড়তে চলেছেন তাঁর ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি। এবং দুশখাতের কথা অনুযায়ী প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়তে চলেছেন নীতীশ রেড্ডি।

বুধবার সাংবাদিক সম্মেলনে এসে দুশখাতে বলেন, ‘এই মুহূর্তে ধ্রুব জুড়েল যে রকম ছন্দে রয়েছেন, কাজেই তাঁকে কোনওভাবে দলের বাইরে রাখা সম্ভব হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে ও বেঙ্গালুরুতে ম্যাচে নেমে জোড়া শতরান করেছে। জুড়েল এই ম্যাচেই শুধু নয়, ও দীর্ঘ দিন ধরেই দারুণ ছন্দে রয়েছে। সুতরাং ওর প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত।’

আবার পন্থকেও বাদ সম্ভব নয়, তাহলে কার কপালে কোপ পড়তে চলেছে, এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার বোলিং কোচ জানান, ‘প্রথম একাদশে তো আর সবার থাকা সম্ভব নয়। কাউকে না কাউকে বাদ পড়তেই হবে। এই টেস্টে নীতীশকেই বাইরে থাকতে হবে। দলই আমাদের কাছে সবার আগে. দলের সাফ্যলের জন্য আমাদের অনেকই কিছুই স্বার্থ ত্যাগ করতে হয়। তবে তাই বলে এই নয় যে, নীতীশ আমাদের পরিকল্পনায় নেই। কিন্তু ইডেন টেস্টে ওর না থাকার সম্ভাবনাটাই প্রবল।’

এর পাশাপাশি ওঠে শুভমন প্রসঙ্গও। কেননা সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেই আবার ঘরের মাঠে লাল বলের সিরিজ খেলতে হচ্ছে টিম ইন্ডিয়ার অধিনায়ককে। এত বিশাল চাপ, শুভমনের মানিয়ে খেলতে কোনও অসুবিধা হবে কি না জানতে চাইলে দুশখাতে বলেন, ‘ক্রিকেটের সব ফরম্যাটে খেলাটা খুবই চাপের বিষয়। বর্তমানে সব ফরম্যাটের ক্রিকেটারের সংখ্যা দিনে দিনে কমে আসছে। কিন্তু শুভমন কঠিন এই চ্যালেঞ্জটা নিজের সিদ্ধান্তেই নিয়েছে। এবং এই সিরিজে নিজেকে ফর্মে ফিরে পেতে পরিশ্রমও করছে। আশাকরি ও সফল হবে।’

Related Articles