
Truth Of Bengal: আগামী ১৮ নভেম্বর হায়দরাবাদে মালয়েশিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল। সেই ম্যাচের জন্য মঙ্গলবার ২৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন প্রধান কোচ মানালো মার্কওয়েজ। মালয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচের জন্য ভারতীয় দল প্রস্তুতি শুরু করবে মেন-ইন-ব্লুজ ব্রিগেড। উল্লেখযোগ্যভাবে এই ২৬ জনের দলে স্থান পাননি মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু।
Manolo Marquez has announced a 26-member probable squad for the Blue Tigers ahead of Malaysia friendly 👀🔥#IndianFootball #indianfootballteam #manolomarquez pic.twitter.com/qpuFntrKyI
— Khel Now (@KhelNow) November 5, 2024
একনজরে দেখে নিন ঘোষিত ভারতীয় দল
গোলরক্ষকঃ অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সাঁধু এবং বিশাল কাইথ
ডিফেন্ডারঃ আকাশ সানগোওয়াম, আনোয়ার আলি, আশিষ রাই, চিঙ্গেলসানা সিং, হিমগেথমোইয়া রালতে, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম এবং সন্দেশ জিঙ্ঘান।
মিডফিল্ডারঃ অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, জিকসন সিং, জিতিন এমএস, লালেনমাওয়াইয়া রালতে (আপুইয়া), লিস্টন কোলাসো, সুরেশ সিং, ভিবিন মোহানন।
ফরোয়ার্ডঃ এডমুন্ড লালরিনডিকা, ইরফান এডওয়ার্ড, ফারুক চৌধুরি, লালরিনজুয়ালা ছাংতে, মনবীর সিং এবং বিক্রম প্রতাপ সিং।