খেলা

গম্ভীর কোচ হলে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারে এই ৫ খেলোয়াড়

If Gambhir is a serious coach, these 5 players may be dropped from the Indian team

The Truth of Bengal: রবিবার দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলতে ভারতীয় দল আমেরিকা পৌঁছেছে। ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ দলের সাপোর্ট স্টাফরা দলের সাথে প্রায় এক সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেছেন। আশা করা যাচ্ছে এই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল করবে। শুধু ভালো ফল করা নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী হয়েই ফিরবে। কিন্তু এসব কিছুর মাঝে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে অন্য এক প্রশ্ন  রয়ে গেছে। কে হতে চলেছে ভারতীয় দলের নতুন কোচ? কে নেবে ভারতীয় দলের দায়িত্ব।

সম্প্রতি শোনা যাচ্ছে, ভারতীয় দলের দায়িত্ব নিতে পারেন গৌতম গম্ভীর।  যদিও এখনও এটি জল্পনার পর্যায়। যদি গৌতম গম্ভীর  ভারতীয় দলের নতুন কোচ হন তাহলে দল থেকে বাদ যেতে পারেন এই পাঁচ খেলোয়াড়

১। বিরাট কোহলি: ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিন ফরম্যাটেই ভারতীয় ব্যাটিং লাইনআপের এর কিং বলা যেতে পারে বিরাট কোহেলিকে। কিন্তু গম্ভীর কোচ হলে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে পারেন কোহলি।

২। কে এল রাহুল: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাননি কে এল রাহুল। কিন্তু  তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে গম্ভীর যদি কোচ হয় তাহলে বাদ পড়তে পারেন কে এল রাহুলও।

৩। মহম্মদ শামি : শামিকে টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে দরকার পড়লেও T20 ক্রিকেটে বর্তমানে সেরকম একটা দরকার নেই । তাই হয়তো তাঁকে বাদ দিতে পারেন গম্ভীর।

৪। রোহিত শর্মা : ৩৭ বছর বয়সী রোহিতের বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। ২০২৪ বিশ্বকাপে তার খেলার সম্ভবনা সেরকম একটা ছিল না। কিন্তু গম্ভীর কোচ হলে তার পরিবর্তে অন্য অধিনায়ক আসবেন এই টি-টোয়েন্টি ফর্ম্যাটে।

৫। রবীন্দ্র জাদেজা: ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার এই রবীন্দ্র জাদেজা।  দেশের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করে এসেছেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্যাটে সেরকম ভালো কিছু কর‍্যে পারেনি। যদিও বা এই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই এই ফর্ম্যাট থেকে বাদ পড়তে চলেছেন তিনি। গম্ভীর আসলে এই ফর্ম্যাট থেকে বাদ পরবেন তিনি।

Related Articles