IPL 2024খেলা

নিজেদের পারফরম্যান্স নিয়ে স্বীকারোক্তি হার্দিকের

Hardik's confession about their performance

The Truth Of Bengal :  আইপিএলের ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া সেভাবে নিজের দাপট দেখাতে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ ভালো পারফর্ম করছেন তিনি। ব্যাটিং থেকে বোলিং সব ক্ষেত্রে নিজের সেরাটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। গত শনিবার বাংলাদেশের বিপক্ষে যখন খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া , তখন হার্দিক পান্ডিয়ার অসাধারণ ব্যাটিং মুগ্ধ করেছিল আম জনতাকে। বলা ভালো হার্দিকের ব্যাটিংই টিম ইন্ডিয়া জয় লাভ করে।

তবে এবার হার্দিক পান্ডিয়ার নজরে সেমিফাইনাল । সেই সেমিফাইনাল ম্যাচের আগে টিম ইন্ডিয়ার লক্ষ্য ঠিক কি হবে সে বিষয়ে তার বক্তব্য সামনে এসেছে। হার্দিক পান্ডিয়ার বক্তব্য অনুযায়ী , বেশ কয়েকটি জায়গায় আরো উন্নত করার জায়গার রয়েছে যেভাবে উইকেট হারাতে হচ্ছে লাগাতার সেখানে টিম ইন্ডিয়াকে সে দিক থেকেও শোধরানোর কথা বলেছেন হার্দিক। তার ফলে দলের পারফরম্যান্স আরো ভালো হতে পারে।

টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে, তাই শেষ পর্যন্ত জয়লাভ করতে পেরেছে দল। পারফরমেন্সটা করে যেতে হবে সঙ্গে চেষ্টার খামতি রাখলে হবে না বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে ২৭ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন টিম ইন্ডিয়া সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বল হাতে ৩২ রান দিয়ে একটি উইকেট শিকার করেছিলেন হার্দিক।

Related Articles