ঘরে ফিরেই অধিনায়ক পদে আসীন হার্দিক, হতবাক রোহিত ….
Hardik will lead Mumbai in IPL 2024

The Truth Of Bengal: অবশেষে জল্পনার অবসান। ঘরে ফিরেই দলের অধিনায়ক পদে আসীন হার্দিক। দীর্ঘ দড়ি টানাটানির পর গুজরাট টাইটান্সকে বিদায় জানিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার। আর এর পরেই বদলে গেল পরিস্থিতি। রোহিত নয়, ২০২৪ সালের আইপিএলে মুম্বইকে নেতৃত্ব দেবেন হার্দিক।
Hardik Pandya announced as captain for the IPL 2024 season.
Read more
https://t.co/vGbcv9HeYq pic.twitter.com/SvZiIaDnxw
— Mumbai Indians (@mipaltan) December 15, 2023
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর গুজরাত টাইটন্স জানিয়ে দেয় তারা তাদের অধিনায়ককে ছেড়ে দিচ্ছে। তারপরই হার্দিকের মুম্বইয়ে ফেরা নিশ্চিত হয়ে যায়। পুরনো দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছিলেন হার্দিক নিজেও। তবে চোটের কারণে এখনও তিনি মাঠের বাইরেই আছেন।
বিগত বেশ কিছুদিন যাবত মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক কে হবেন সেই নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার বিকেলেই সেই জল্পনার অবসান ঘটল। হার্দিককেই দলের নতুন অধিনায়ক বেছে নিলেন নীতা আম্বানির দল। এই সিদ্ধান্তে হতবাক রোহিত শর্মা!
Free Access