গুকেশের বিশ্বখেতাব জয় মানতে নারাজ, বিস্ফোরক অভিযোগ রাশিয়ার
Gukesh refuses to accept world title win, Russia makes explosive allegations

Truth Of Bengal: মাত্র কয়েক ঘণ্টা হয়েছে ভারতীয় দাবাড়ু ডি গুকেশ দাবায় বিশ্বসেরা হয়েছে। গুকেশের এই খেতাব জয়ের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিস্ফোরক অভিযোগ করল রাশিয়া। তাদের দাবি, বিশ্বচ্যাম্পিয়ন্সের খেতাব জয়ের ক্ষেত্রে গুকেশের কাছে ইচ্ছা করেই নাকি পরাজিত হয়েছেন ডিং লিরেন। সংবাদ সংস্থার মাধ্যমে এমনই অভিযোগ করেছে পুতিনের দেশের দাবা সংস্থার প্রধান।
The President of the Chess Federation of Russia🇷🇺, FIDE honorary member Andrei Filatov, accuses Ding Liren🇨🇳 of losing on purpose, and asks @FIDE_chess to start an investigation:@FIDE_chess @tassagency_en https://t.co/mPpSjwj2xK pic.twitter.com/SANqHdhVEI
— Peter Heine Nielsen (@PHChess) December 12, 2024
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপ দাবার ১৪তম ক্ল্যাসিক্যাল গেমটি লিরেনকে হারিয়ে জয়ের মুখ দেখেন গুকেশ। আগের ম্যাচে দুজনের পয়েন্ট সমান থাকায়, এই ম্যাচটির দিকেই নজর ছিল সকলের। আর ১৪তম ম্যাচে লিরেনকে হারাতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করে নেন ভারতীয় দাবাড়ু গুকেশ। আর গুকেশের এই জয় কিছুতেই যেন মন থেকে মেনে নিতে পারছে না রাশিয়ার দাবা সংস্থা।
Historic and exemplary!
Congratulations to Gukesh D on his remarkable accomplishment. This is the result of his unparalleled talent, hard work and unwavering determination.
His triumph has not only etched his name in the annals of chess history but has also inspired millions… https://t.co/fOqqPZLQlr pic.twitter.com/Xa1kPaiHdg
— Narendra Modi (@narendramodi) December 12, 2024
এই প্রসঙ্গে রুশ দাবা সংস্থার সর্বময় কর্তা, আন্দ্রে ফিলাতভের জানান, যেভাবে গুকেশের কাছে বিশ্বচ্যাম্পিয়ন্সশিপ দাবার শেষ গেমে লিরেন পরাজিত হলেন, তা যথেষ্ট সন্দেহজনক মনে হয়েছে। এটা নিয়ে অবিলম্বে তদন্ত করা উচিত। লিরেন যে পজিশন থেকে ম্যাচটিতে হারের মুখ দেখেছে, তাতে ওঁর মত একজন দাবাড়ুর কাছে কখনই আশা করা যায় না। কাজেই আমাদের মনে হয়েছে লিরেনের এই পরাজয় একান্তই ইচ্ছাকৃত।
🇮🇳 Gukesh D defeats 🇨🇳 Ding Liren in Game 14 of the FIDE World Championship Match, presented by Google and becomes the new World Champion. #DingGukesh pic.twitter.com/GgeV9UkVor
— International Chess Federation (@FIDE_chess) December 12, 2024