খেলা

জার্মানির কাছে হার ফুলটনের ছাত্রদের

Fulton students lose to Germany

Truth of Bengal: আশা ছিল অলিম্পিক্সের বদলা এই ম্যাচে নিতে পারবেন ক্রেগ ফুলটনের ছাত্ররা। প্যারিস অলিম্পিক্সের শেষ চারের লড়াইয়ে ভারত হেরে গিয়েছিল জার্মানির কাছে। বুধবার নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ফের মুখোমুখি হয় এই দুই দল।

কিন্তু দুই ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের উদ্বোধনী ম্যাচে জার্মানির বিপক্ষে ০-২ ব্যবধানে হেরে গেল ভারত। চতুর্থ মিনিটে হেনরিক মের্টজেনসের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর সমতা ফেরনোর জন্য ভারত বেশ কিছু আক্রমণ করলেও গোল আসেনি। উল্টে দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে আবারও গোল খেয়ে যায় ভারত।

লুকাস উইন্ডফেডার পেনাল্টি কর্নার থেকে গোল করে জার্মানির ব্যবধান দ্বিগুণ করেন। এদিন ভারত বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে হাসিমুখেই মাঠ ছাড়তে পারতেন ফুলটনের ছাত্ররা। বৃহস্পতিবার দ্বিতীয় তথা সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

Related Articles