বিরাটের দায়বদ্ধতা দেখে শেখা উচিত সকলের, জানালেন গাভাসকর
Everyone should learn from Virat's responsibility, said Gavaskar

Truth Of Bengal: অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টে ভারতকে দুরমুশ করেছে অস্ট্রেলিয়া। ১০ উইকেটে টিম ইন্ডিয়াকে পরাজিত করেছেন প্যাট কামিন্স-মিচেল স্টার্করা। এরপরই রোহিত ব্রিগেডকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। প্রাক্তন জাতীয় ক্রিকেটার সুনীল গাভাসকরও এবার সমালোচনায় বিদ্ধ করতে শুরু করলেন ভারতীয় দলের ক্রিকেটারদের। তবে সেই তালিকায় ছিলেন না বিরাট কোহলি।
অ্যাডিলেডের ২২ গজে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরই দেখা গেল, বিরাট কোহলিকে ব্যাট হাতে নেটে অনুশীলনে নেমে পড়তে। পেসারদের নিয়ে নিজের অনুশীলনে মত্ত হয়ে উঠলেন বিরাট। যা দেখে মুগ্ধ সুনীল গাভাসকর।
সাংবমাধ্যমের কাছে গাভাসকর জানান, বিরাট কঠোর পরিশ্রম করছে, প্রতিনিয়ত নিজেকে ফিরে পাওয়ার জন্যে। যা অত্যন্ত ইতিবাচক একটি দিক। কেউ তাঁর পুরনো ফর্ম ফিরে পাওয়ার জন্য লড়াই করছে, এটাই তো হওয়া উচিত সকলের মধ্যে। একা বিরাটের মধ্যে এই একাগ্রতাটা দেখা যাচ্ছে। এরপরও যদি বিরাট না পান তাহলে ওঁকে নিয়ে সমালোচনা করা ঠিক হবে না। কেননা আমি রানও পাচ্ছি না, আবার নিজেকে রানের মধ্যে কিভাবে ফেরা যায়, তারও চেষ্টা করছি না এটা হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় ভারতীয় দলের আর কানও ব্যাটসম্যানের মধ্যেই আমি এই চেষ্টাটা দেখতে পাচ্ছি না। যা আমাকে সত্যিই অবাক করেছে। আর এরপর যদি বিরাট ব্রিসবেনে পরের টেস্টে রানের মধ্যে ফিরে আসেন, তাহলে অন্তত আমাকে অবাক করবে না।