
The Truth of Bengal: চলতি মরসুমের আইএসএল-এ প্রথম কোনও ম্যাচে হারল ইস্টবেঙ্গল। বুধবার অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধে নাওরেম মহেশ সিংয়ের অসাধারণ গোলে এগিয়ে যাওয়ার পরেও খালি হাতে ফিরতে হচ্ছে কার্লেস কুয়াদ্রাতের দলকে। রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এবং বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্টের জন্যই হেরে গেল ইস্টবেঙ্গল। এদিন বেঙ্গালুরু এফসি-র হয়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে। সুনীলকে ধাক্কা দেননি বা ল্যাং মারেননি মন্দার রাও দেশাই। হাল্কা স্পর্শ হতেই বক্সের মধ্যে পড়ে যান সুনীল।
তাতেই পেনাল্টি দেন রেফারি। কিন্তু দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে হাতে বল লাগা সত্ত্বেও ইস্টবেঙ্গলের পক্ষে পেনাল্টি দেননি রেফারি।এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই চলছিল। বল পজেশনে এগিয়েছিল বেঙ্গালুরু, কিন্তু ম্যাচের রাশ আলগা হতে দিচ্ছিল না ইস্টবেঙ্গল। ১৪ মিনিটে নন্দকুমার শেখরের থ্রু ধরে স্লাভকো ডেমানোভিচ ও জেসেল কার্নেইরোকে ঠান্ডা মাথায় হার মানান মহেশ। গত মরসুম থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই উইঙ্গার। এবার তিনি যেন আরও ধারালো হয়ে উঠেছেন। কিন্তু মহেশের গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ থেকে হারিয়ে যায় ইস্টবেঙ্গল। ১৯ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় বেঙ্গালুরু।
নিখুঁত শটে গোল করেন সুনীল। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। বিরতির পর অনেক বেশি আক্রমনাত্মক মেজাজে শুরু করে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারেই ফের এগিয়ে যেতে পারত লাল হলুদ। কিন্তু সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল। ম্যাচের ৫৪ মিনিটে ডানদিক থেকে মহেশের ক্রস থেকে বক্সের ওপর দিয়ে ভাসিয়ে দেন নন্দকুমার। নিশ্চিত গোল মিস। তার দু’মিনিটের মাথায় ৫৬ মিনিটে নন্দকুমারের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান গুরপ্রীত। একটা সময় দাপট তুলনায় বেশি ছিল ইস্টবেঙ্গলের।
Free Access