খেলা

ডুরান্ড কাপের মোহনবাগানের জয় ১-০ গোলে

Durand Cup

 The Truth of Bengal: ডুরান্ডে শেষ হাসি হাসল মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ১-০ গোলে ম্যাচ ছিনিয়ে নিল সবুজ মেরুন। ৭১ মিনিটে একমাত্র গোলটি করেন মোহনবাগানের ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতোস।শতবর্ষ পার করা ঐতিহ্যের ডুরান্ড কাপ। রবিবার ফুটবল জ্বরে কেঁপে উঠেছিল খাস বাংলা। দীর্ঘ ১৯ বছর প্রতিক্ষার পর,  ফের ডুরান্ড কাপের মুখোমুখি হয়ে ওঠে চিরপ্রতিদ্বন্দ্বী  ইস্টবেঙ্গল-মোহনবাগান। ২০০৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তারপর থেকে লাল হলুদ শিবিরে ট্রফি ঢোকেনি।

২০১২ সালে শেষবারের মতো জাতীয় স্তরের ট্রফি ঢুকেছিল ইস্টবেঙ্গল শিবিরে। রবিবার ছিল ফের একবার জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু সুযোগ থাকলেও তার  সদ্ব্যবহার করা গেল না। বিরোধী শিবির মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোসের একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান।ম্যাচের ৬১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড ও রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহনবাগানের তরুণ স্ট্রাইকার অনিরুদ্ধ থাপাকে। চলতি মরসুমেই মোহনবাগানে সই করেন জাতীয় দলের এই তরুণ ফুটবলার অনিরুদ্ধ। তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েই হতাশা নেমে আসে সবুজ মেরুন শিবিরে।

থমথমে হয়ে ওঠে গ্যালারির একাংশ। মরসুমের প্রথম ডার্বিতে হারার পর বেশ কিছু চাপেই ছিল মোহনবাগান। এবারেও সেই আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু দশ খেলোয়াড়েই নয়া উদ্যোম দেখা দেয়। গত মরসুমে মোহনবাগানের আইএসএল জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিমিত্রি। চোখের সমস্যা নিয়েই অনুশীলন চালিয়েছেন তিনি। এদিন ম্যাচের ৭১ মিনিটে তিনি গেম চেঞ্জারের জায়গা দখল করেন। অনবদ্য একটা গোল উপহার দেন সমর্থকদের। হতাশার কালো মেঘ কাটিয়ে কেঁপে ওঠে গ্যালারি।

Related Articles