খেলা

রিয়ালের সঙ্গে লম্বা চুক্তি সারলেন ডিফেন্ডার ডিন হুইসেন

Defender Dean Huissen signs long-term contract with Real Madrid

Truth Of Bengal: ঠিকানা পরিবর্তন করলেন বার্নামাউথের ডিফেন্ডার ডিন হুইসেন। টেমসের পাড় ছেড়ে আপাতত পাঁচ বছরের জন্য এই ডিফেন্ডারের ঠিকানা হতে চলেছে মাদ্রিদ। অর্থ্যাৎ ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপেদের সতীর্থ হয়েই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সেরেছেন ডিন। সংবাদ সংস্থা সূত্রে খবর, রিয়ালের সঙ্গে ডিনের লম্বা চুক্তি সম্পন্ন হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতেই মাঠ কাঁপাবেন তিনি। তবে ডিনকে দলে নিতে রিয়ালকে ট্রান্সফার ফিজ হিসেবে বার্নামাউথকে দিতে হয়েছে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড।

এদিকে ডিনকে দলে নেওয়ায় রিয়ালের রক্ষণভাগ যে আরও মজবুত হল, তা বলার অপেক্ষা রাখে না। সামনেই ক্লাব বিশ্বকাপ রয়েছে। সেই আসরে রিয়ালের জার্সি গায়ে তাঁর মাঠে নামা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, বার্নামাউথের হয়ে যথেষ্টে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন ডিন। তারপর থেকেই তাঁর দিকে নজর ছিল রিয়াল কর্তাদের। তাঁকে দলে নিতে চেষ্টারও কসুর করেননি রিয়াল ম্যানেজমেন্ট। অবশেষে শুক্রবার লন্ডনে তাঁদের চেষ্টা সফল হয়েছে। ডিনকে নিজেদের জালে তুলে আগামী মরসুমের দলবদলের বাজারে দারুণ চমক দিল রিয়াল।

Related Articles