মাত্র ২৫ রানের ব্যবধানে দিল্লি ক্যাপিটালসের সামনে পরাজয় চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের
Challengers Bangalore lost in front of Delhi Capitals by just 25 runs

The Truth OF Bengal: মেয়েদের আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের প্রতিদ্বন্দ্বী ছিলেন দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচে মাত্র ২৫ রানের জন্য পরাজয় ঘটলো স্মৃতি মান্ধানার।
সম্প্রতি মহিলা আইপিএল লিগে ব্যাঙ্গালোরের প্রতিদ্বন্দ্বী মোট রান তুলেছিলেন ১৯৪। যার মধ্যে এলিস ক্যাপসি করেছিলেন ৪৬ রান, শেফালী বর্মা ৫০ রান, পরবর্তীকালে আরো অন্যান্য ব্যাটার্সদের সহযোগিতায় ম্যাচের শেষে রানের সংখ্যা দাঁড়ায় ১৯৪।
এরপর সেই রানকে টেক্কা দিতে চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ব্যাটার্স রূপে মাঠে অবতীর্ণ হন আরবিসি অধিনায়ক মান্ধানা। তিনি মাত্র ৪৩ বলে ৭৪ রান করেন। তারপর সাভিনেনি মেঘনা মাঠে নেমে ৩৬ রান করেন। পরে জোনাসেন ৩ উইকেট এবং অরুন্ধতী রেড্ডি ২ উইকেট নেয়। এরপর একের পর এক খেলোয়াড় মাঠে নামলেও রান কোড়াতে পারেননি কেউই। আর এতে স্বাভাবিকভাবেই লাভবান হয় দিল্লী। খুব সহজেই জয়লাভ করে দিল্লি ক্যাপিটালস।
FREE ACCESS