নজরে মুম্বই ইন্ডিয়ান্স, অধিনায়ক পরিবর্তনের বিতর্ককে উপেক্ষা করে কী ২৪-এর আইপিএল-এ স্বমহিমায় কামব্যাক করতে পারবে?
Can Ignore the captaincy change controversy and make a comeback in the 24th IPL?

The Truth Of Bengal : ২৪-এর আইপিএল-এ আবারও কী স্বমহিমায় কামব্যাক হবে মুম্বই ইন্ডিয়ান্সের ? অধিনায়ক পরিবর্তনের বিতর্ককে উপেক্ষা করে কী চ্যাম্পিয়নের তকমা পাবে ব্লু-আর্মি ? ক্রিকেটপ্রেমিদের নজরে এবার মুম্বই ইন্ডিয়ান্স। হাতেগোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আর তারপরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএল। আর পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়া মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমানের হাল হকিকতই তুলে ধরব আজ আপনাদের সামনে। যদিও প্রস্তুতির পাশাপাশি বিতর্কও পিছু ছাড়নি মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের পতাকা তুলে নিয়ে হস্তান্তরিত করা হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার উপর। প্রথমে নজর দেওয়া যাক স্কোয়াডের দিকে। ব্যটিং স্কোয়াডে রয়েছেন- রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড। অলরাউন্ডারের তালিকায় রয়েছেন- হার্দিক পাণ্ডিয়া, অন্সুল খাম্বোজ, ডিওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, মহম্মদ নবি, নমন ধীর, নেহাল ওয়াধেরা, রোমারিও শেফার্ড, শামস মুলানি, শিবালিক শর্মা।
পাশাপাশি, উইকেটকিপার হিসেবে রয়েছেন- ঈশান কিষান, বিষ্ণু বিনোদ। অপরদিকে, বোলিং স্কোয়াডে রয়েছেন- আকাশ মাধওয়াল, অর্জুন তেণ্ডুলকর, দিলশান মধুশঙ্কা, জেশন বেরেনডর্ফ, জশপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়, নুয়ান তুষারা, পীযূষ চাওলা, শ্রেয়স গোপাল। উপরোক্ত এই স্কোয়াড থেকে অবশ্য ২২ গজের ময়দানে ব্লু-আর্মির শক্তি-দূর্বলতার বিশ্লেষণও সম্ভব। মুম্বই ইন্ডিয়ান্সকে যেকোনও ম্যাচ জিততে গেলে, তাদের সবথেকে বেশি নজর দিতে হবে ব্যাটিং লাইন আপের দিকে। টপ-মিডল-লোয়ার মিডল, সব অর্ডারেই যথেষ্ট ভারসাম্য বজায় রেখেছে ব্লু-আর্মি। পাশাপাশি, পাওয়ার প্লে-তে রোহিতের হাত ধরে বিরাট অঙ্কের রান তুলতে পারলে জেতার সম্ভাবনাও বেশি।
পরে অবশ্য, হার্দিক, তীলকের মতোন অ্যাগ্রেসিভ ব্যাটাররাও রয়েছেন। তাই ভয়ের কারণ নেই। এছাড়া, টিম ডেভিড রয়েছেন লোয়ার মিডিলে। অপরদিকে, বোলিং স্কোয়াড নিয়ে তেমন চিন্তার কারণ নেই, কারণ বুমরাহ, পীযূষ চাওলাদের মতোন ডেথ ওভার স্পেশালিস্টরা রয়েছেন। তবে, ভয়ের কারণ অবশ্য দিলশান মধুশঙ্কার হ্যামস্ট্রিংয়ে চোট। পাশাপাশি, চোট রয়েছে সূর্যকুমার যাদবেরও। তবে, হাজার প্রতিকূলতা থাকলেও দলের পক্ষে এক্স ফ্যাক্টর হয়ে কাজ করতে পারে রোহিত, হার্দিক, বুমরাহদের মতোন তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স। সর্বোপরি, অধিনায়ক পরিবর্তনে ময়দানে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করায় মুম্বই ইন্ডিয়ান্সকে কোনও প্রতিকূলতার সম্মুখীন হতে হয় কিনা, এখন সেটাই দেখার।
FREE ACCESS