খেলা

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হল প্রায় ৩ কোটিতে

Bradman's baggy green sold for nearly 30 million

Truth Of Bengal: স্যার ডন ব্র্যাডম্যান। সর্বকালের ক্রিকেটের এক অবিসংবাদিত হিরো। সেই ডন ব্র্যাডম্যানের ব্যবহার করা ব্যাগি গ্রিন টুপিটি মঙ্গলবার নিলামে উঠেছিল। এবং সেই নিলামে ব্র্যাডম্যানের প্রিয় টুপিটি বিক্রি হল প্রায় আড়াই হাজার ডলারে। অর্থ্যাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকর ওপরে।

ক্রিকেট প্রেমীদের চোখে, এই টুপিটির মধ্যেই লুকিয়ে আছে ক্রিকেটের এক বিরল একখণ্ড ইতিহাস। বর্তমানে সূর্যের তাপে রং চটে যাওয়া জীর্ণ এই টুপি প্রায় ৮০ বছরের পুরোনো। এমনকি বহু জায়গায় পোকায় কাটা’র চিহ্নও দেখা গিয়েছে। একটু ছিঁড়েও গিয়েছে বেশ কিছু অংশ।

নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, ১৯৪৭-৪৮ মৌরশুমে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া সফরে এই টুপি পরেছিলেন স্যার ব্র্যাডম্যান। সেটি ছিল ঘরের মাঠে ব্র্যাডম্যানের শেষ টেস্ট সিরিজ।

ব্র্যাডম্যানের এই টুপি নিলামে ওঠার পর সেটির স্থায়িত্ব ছিল মাত্র ১০ মিনিট। ১ লক্ষ ৬০ হাজার ডলার দাম থেকে শুরু হয়েছিল নিলামের ডাক। শেষ পর্যন্ত ২ লক্ষ ৫০ হাজার ডলারে টুপিটি বিক্রি হয়ে যায়।

নিলাম সংস্থা বোনহ্যামস জানিয়েছে, ‘এটাই একমাত্র পরিচিত ব্যাগি গ্রিন’, যা সেই সিরিজে পরেছিলেন স্যার ব্র্যাডম্যান। ৬ ইনিংসে ১৭৮.৭৫ গড়ে সেই সিরিজে ৭১৫ রান করেছিলেন টেস্টে অবিশ্বাস্য ৯৯.৯৪ ব্যাটিং গড়ের এই নক্ষত্রপ্রতীম কিংবদন্তি।

Related Articles