অনুর্ধ-১৯ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলার মেয়েরা
Bengal girls in U-19 cricket quarter finals

Truth Of Bengal : রবিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অনুর্ধ-১৯ ক্রিকেটে গ্রুপের শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল বাংলার মেয়েরা। ওড়িশাকে ৪ উইকেটে হারিয়ে দিল বাংলা দল।
এদিন ম্যাচের প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ওড়িশার সংগ্রহ ১৫৪ রান। বাংলার হয়ে দুটি করে উইকেট ঝুলিতে পোড়েন জাহ্নবী রাজ পাসওয়ান, মনিকা মাল এবং কোয়েল সরকার। একটি করে উইকেট পান বিদীষা দে এবং প্রিয়াঙ্কা গোলদার।
১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদের মুখে পড়ে বাংলা দল। ১১ ওভারে ২৮ রান তুলতেই বাংলা হারিয়ে ফেলে চার ব্যাটারকে। সেই সময় বাংলা দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে থাকেন ব্যাটার প্রিয়াঙ্কা প্রসাদ। অপরাজিত থেকে ৬৩ রানের ঝাঁ চকচকে একটি ইনিংস উপহার দেন তিনি।
প্রিয়ঙ্কাকে যোগ্য সহায়তা করেন অপর ব্যাটার তৃষিতা সরকার। তিনি করেন মূল্যবান ৫১ রান। এই দুজনের জুটিতেই বাংলার সংগ্রহ ১২৩ রান। তারপর ৪৩.২ ওভারে ছয় উইকেট হারিয়ে বাংলার সংগ্রহ ১৫৭ রান।
প্রসঙ্গত, বাংলার প্রমীলা বাহিনী গ্রুপের পাঁচটি ম্যাচ জিতে গ্রুপ এ- থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ২০ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে।