অস্ট্রেলিয়া সফরের পর ‘ব্যাট হাতে বিরাটের’ পরিশ্রমের তথ্য ফাঁস বাঙ্গারের
Bangar reveals details of 'Virat's hard work with the bat' after Australia tour

Truth Of Bengal: দীর্ঘ দিন তাঁর ব্যাটে কোনও বড় রান ছিল না। একের পর এক ম্যাচে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স নিয়ে ঘোর সমালোচনা শুরু হয়েছিল সর্বত্র। তিনি বিরাট কোহলি। এমনকি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংস ছাড়া কোহলির ব্যাট থেকে সেইভাবে রান নেই। ইংল্যান্ড সিরিজেও ব্যর্থ হয়েছিলেন বিরাট। কিন্তু তারপর এল চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচেও ব্যর্থ বিরাট। চারিদিকে আবার উঠল সমালোচনার ঝড়। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। জ্বলে উঠলেন বিরাট। করলেন শতরান। বন্ধ হল তাঁকে নিয়ে সমালোচনার ঝড়। সেই বিরাট কি করে ব্যাটে রান পাওয়ার জন্য পরিশ্রম করেছেন সেই কথাই জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার।
এই প্রসঙ্গে বাঙ্গার জানান, ‘অস্ট্রেলিয়া সফরে বিরাট ব্যর্থ হওয়ার পর কিছুদিন আমাদের অ্যাকাডেমিতে এসেছিলেন। সেখানেই আমি ওঁকে মূল্যবান কিছু পরামর্শ দিয়েছিলাম। তারমধ্যে অন্যতম হল, বিরাট এতদিন ক্রিজে বল আসার জন্য অপেক্ষা করত। এবং সামনের পায়ে খেলতে চাইত না। স্পিনের বিপক্ষেও ব্যাকফুটে খেলতেন। কিন্তু বিরাট তাঁর মনে আত্মবিশ্বাসটা ফিরে পেলেন, ঠিক তখনই ব্যাকফুট ছেড়ে ফ্রন্টফুটেই খেলতে শুরু করলেন। উদাহরণস্বরূপ বলতে পারি, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট পাকিস্তানের বিপক্ষে তাঁর ব্যাটিং স্টাইলের পরিবর্তন করেছিলেন। এবং সাফল্য পেলেন।’
বাঙ্গার আরও জানান, ‘বিরাট যখন ফর্মে থেকে তাঁর ব্যাট চালাতেন তখন মনে হত দ্বিতীয় বা তৃতীয় স্লিপের ব্যাটটিকে চালিয়েছেন। এবং এর ফলে বিরাটকে অনেক নিয়ন্ত্রিত শট খেলতেও দেখা গিয়েছে। এইরকম শট খেলতে কোহলিকে পরিশ্রম কম করতে হয়নি। যথেষ্ট পরিমাণে খাটতে হয়েছে। এখন সেই হারানো আত্মবিশ্বাসটাই আবার বিরাট ফিরে পেয়েছেন পাকিস্তান ম্যাচ থেকে।’
এখানেই থেমে না থাকেন না বাঙ্গার। বিরাটের রান পাওয়া নিয়ে বাঙ্গার আরও জানান, ‘আমি বিরাটকে বলেছিলাম ও যেন প্রতিটি ডেলিভারিতে নিজের ১০০ শতাংশ উজাড় করে দেয়। এবং বাজপাখির মতো বলের দিকে নজর রাখতে। ও সেটাই করার চেষ্টা করেছে। তবে আরও অনেক বেশি নিজেকে উজাড় করে দিতে হবে।’ বিরাট যে আরও তিন থেকে চার বছর ক্রিকেট খেলতে পারবেন সে কথাও জানাতে ভুললেন না প্রাক্তন জাতীয় ক্রিকেটার ও কোচ।