খেলা

শ্রীলঙ্কার কাছে গো হারা হারল অস্ট্রেলিয়া

Australia loses to Sri Lanka

Truth Of Bengal: সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে এখন অবধি খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা। অথচ প্রথম তাদের কাছেই পর পর দুটো একদিনের ম্যাচে হারতে হল দূরন্ত ছন্দে অস্ট্রেলিয়াকে। প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় একদিনের ম্যাচে বৃহস্পতিবার ক্যাঙারুদের ১৭৪ রানে হারাল দ্বীপরাষ্ট্রের দেশটি।

এদিন ম্যাচের প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। আসালাঙ্কা, কুশল মেন্ডিস ও নিশান মাদুগাসকার দূরন্ত ব্যাটিং-এ ভর করেই শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৮১ রান। শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিসের সংগ্রহ ১০১ রান। ১১৫ বল খেলে ১১টি চারের সাহায্যে এই রান করেন তিনি। ৭৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আসালাঙ্কা। এবং ৫১ রান করেন নিশান।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না অজি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। তারপর কিছুটা রান করার চেষ্টা করেছিলেন লিঙ্গিস। কিন্তু ২২ রান করে তাঁকে ফিরে যেতে হয় সাজঘরে। কিন্তু বাকি সব ব্যাটারই ধরাশায়ী হলেন। ফলে ২৪ ওভারে ১০৭ রান করেই বাণ্ডিল হয়ে গেল অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে একাই চার উইকেট দখল করেন দুনিথ ওলালাগে। ৩টি উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমনিতেই চোটের কবলে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন। ফলে শ্রীলঙ্কার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই হার অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মনোবলে অনেকটা ভেঙে যাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related Articles