খেলা

ফের রাষ্ট্র ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য যোগরাজের

Again Yogaraj's controversial comments on the state language

Truth Of Bengal : একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। এবার তিনি নিশানা করলেন দেশের রাষ্ট্রভাষা হিন্দিকে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, ‘হিন্দি ভাষায় যদি কেউ কথা বলেন, তাহলে মনে হয় যেন মহিলারা কথা বলছেন। কিন্তু পুরুষদের উচিত সবসময় মহিলাদের মতো ওই হিন্দি ভাষায় কথা না বলে বরঞ্চ পাঞ্জাবি ভাষায় কথা বলা উচিত।’

হিন্দি ভাষাকে কটাক্ষ করার পাশাপাশি যোগরাজ একই সঙ্গে নিশানা করেন মহিলাদেরও। তিনি বলেন, ‘মহিলাদের কখনও সংসারের প্রধান করা উচিত নয়। কেননা সংসারের প্রধান হয়ে দায়িত্ব পেলেই নিজের ক্ষমতা প্রয়োগ করে আপনার সংসার ও বাড়ির শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে। কাজেই তাঁদের সম্মান ও ভালবাসা দিন ক্ষমতা দেবেন না।’

এই প্রসঙ্গে যোগরাজ নিশানা করতে ছাড়েননি দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দারি গান্ধিকেও। তিনি বলেন, ‘দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি তাঁকে সম্মান করি। তাঁর আমলেই ভারত কোনওকিছুতেই উন্নতি করতে পারেনি। তিনি দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন।’

এরপরই সোশ্যাল মিডিয়ায় যোগরাজের এমন মন্তব্যের কড়া সমালোচনা শুরু করেন নেটিজেনরা।

Related Articles