খেলা

এএফসি এশিয়ান কাপে স্বপ্নভঙ্গ সুনীলদের

AFC Asian Cup

The Truth of Bengal: এএফসি এশিয়ান কাপের পরের রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পারল না ভারত। একের পর এক ম্যাচে হেরে হারের হ্যাটট্রিক করে প্রতিযোগিতা থেকে বিদায় নিল ভারতীয় ফুটবল টিম। এদিনের ম্যাচে সিরিয়ার কাছে ১-০ গোলে হারলো ভারত। এই ম্যাচে, দু একটি সুযোগ তৈরি হওয়ার পরও কোনও গোল করতে পারলো না সুনীল, নাওরেম মহেশ সিংরা। এএফসি এশিয়ান কাপের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সিরিয়াকে বড় ব্যবধানে হারাতেই হতো ভারতকে।

তা তো পারল্ই না বরং গোল হজম করতে হলো ভারতকে। দ্বিতীয়ার্ধে সিরিয়া কিছুটা কৌশল বদলে ফেলে। মাঠের দখল ধীরে ধীরে নিয়ে নেন তারা। সুনীলরা আর কৌশল বদল করেননি। আর সেখানে বেশ বেগ পেতে  হয় ভারতকে। ফিফা ক্রমতালিকায় একানব্বই নম্বরে রয়েছে সিরিয়া। তাদের বিরুদ্ধে সুনীলরা শুরুটা আশা জাগিয়েই করেছিল। দ্বিতীয়ার্ধে একেবারে ছন্নছাড়া হয়ে যায় ভারত।

খেলার বয়স যখন ৭৬ মিনিট তখন সিরিয়ার পক্ষে এক মাত্র গোলটি  করেন ওমর খরিবিন। উল্লেখ্য ,প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০- ২ গোলে হারতে হয়েছিল ভারতকে। পরের ম্যাচে ০-৩ গোলে হারতে হয়েছে। আর এই ম্যাচে০-১ গোলে। এ দিনের হারের ফলে তিন ম্যাচে ভারতের প্রাপ্তি শূন্য পয়েন্ট। গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল সিরিয়া। আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেছে তারা। তবে ভারতকে তেমন মনে হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।

Related Articles