বকেয়া টাকার দাবিতে আম্বেদকরের মূর্তির পাদদেশে তৃণমূলের অবস্থান
TMC Protest against Central govt

The Truth of Bengal: বাংলার প্রাপ্য মিটিয়ে দিক কেন্দ্রীয় সরকার। দেওয়া হোক, একশোদিনের কাজের টাকা। এই দাবিতে মঙ্গলবার থেকে বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির সামনে লাগাতার অবস্থানে বসেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। কেন্দ্রের স্বৈরাচারি সরকার, ২১ লক্ষ মানুষের প্রায় ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছ, অভিযোগ করেন বিধায়করা। অবিলম্বে টাকা না মেটালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো বুথ বুথে আন্দোলনের মতোই দিল্লি চলোর কর্মসূচি সফল করা হবে বলেও স্পষ্ট করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুঁইঞা, পুলক রায়, মলয় ঘটক সহ অন্যান্য নেতারা।
২৩ নভেম্বর নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা করে তৃণমূল। সভা থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বর থেকে বুথ স্তর, সর্বত্র আন্দোলন সংগঠিত করার কথা জানান তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো, ২৮ থেকে ৩০ নভেম্বর তিনদিন বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ২ ঘণ্টা করে ধর্নার সিদ্ধান্ত নেন তৃণমূল বিধায়করা। কেন্দ্রের কাছে অবিলম্বে প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে সুর চড়ান বিজেপি বিরোধী শিবিরের বিধায়করা। কাজ করানোর পরেও কেন বাংলার খেটে খাওয়া মানুষদের টাকা আটকে রাখা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অতীতে লড়াইতে জিতেছেন, আগামীদিনেও এই বাংলার অধিকার আদায়ের সংগ্রামে জয় আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। স্বৈরাচারি সিদ্ধান্ত রাজ্যের মানুষ কোনওদিনই মানবে না বলেও সাফ জানান তিনি।
যতদিন বঞ্চনা চলবে ততদিন আন্দোলনও চলবে। কেন্দ্রের শাসকদের অনড় অবস্থানের বিরুদ্ধে মুখ খোলেন আইনমন্ত্রী মলয় ঘটকও মন্ত্রী পুলক রায়। ২১ লক্ষ পরিবারের পেটে টান পড়েছে। ২ কোটি ১০ লক্ষের কাছে মানুষ এখন চরম কষ্টে দিন কাটাচ্ছে। অবিলম্বে ১০০ দিনের কাজের বকেয়া ৭হাজার কোটি টাকা মিটিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রীয় ধর্ম না মানা সরকারের ঘুম ভাঙাতে গণআন্দোলনই বড় হাতিয়ার, সংবিধান প্রণেতার মূর্তির পাদদেশে বসে আরও চড়া সুরে জানিয়ে দেন মন্ত্রী মানস ভুঁইঞা।
বিধানসভার ধর্না কর্মসূচি শেষ হলে ডিসেম্বরে শুরু হবে বুথে বুথে মিছিল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলে দিল্লিতে অবস্থান আন্দোলন জোরদার করা হবে বলেও অবস্থানে সামিল হওয়া জনপ্রতিনিধিরা জানিয়ে দেন।ফলে বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে কেন্দ্রের বিরুদ্ধে বাংলা তথা দেশে যে জনমত গড়তে চায় তাও তারা স্পষ্ট করে দিয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ১০০ দিনের বকেয়া আদায়ে তৃণমূল যে ফের আন্দোলনে নামতে চলেছে, নেত্রীর বক্তব্যে তাও স্পষ্ট ছিল। একই দাবিতে আগামী ২ ও ৩ ডিসেম্বর রাজ্যের প্রতিটি বুথে মিছিল করবে তৃণমূল। ইতিমধ্যে তারও প্রস্তুতি শুরু হয়ে গেছে জেলায় জেলায়। তারপরই ফের দিল্লি অভিযানে নামতে পারেন খোদ নেত্রী।
Free Access