
The Truth of Bengal: জল্পনা ছিল, এবারে রাজ্যসভায় নতুন মুখ পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস। গত বুধবারই সেই জল্পনার অবসান হয়। এবারে রাজ্যসভায় তিন পুরনো সদস্যের সঙ্গে পাঠানো হচ্ছে তিন নতুন মুখকে। বুধবার বিদানসভায় তৃণমূল কংগ্রেসের ৬ প্রার্থী মনোনয়ন জমা দিলেন। এবারেও রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের প্রার্থী ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন। ডেরেককে প্রথমবার রাজ্যসভায় পাঠানো হয়, ২০১১ সালে। সুখেন্দুশেখর তৃণমূলের প্রার্থী হয়ে প্রথমবার রাজ্যসভায় যান ২০১২ সালে। তিনি হয়েছিলেন রাজ্যসভার ডেপুটি চিফ হ্যুইপ। ২০১৭ সালে রাজ্যসভায় পাঠানো হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনকে।
এবারে পুরনোদের সঙ্গে রাজ্যসভায় প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন নতুন তিনজন। তালিকায় রয়েছেন, বাংলা সংস্কৃতি মঞ্চের প্রেসিডেন্ট সমিরুল ইসলাম। সমিরুল প্রধানত অরাজনৈতিক সংগঠনের নেতা। তাঁকে রাজ্যসভায় প্রার্থী করায় নতুন চমক দেখা গিয়েছে। আলিপুরদুয়ারের তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বারাইক এবার রজ্যসভায় প্রার্থী হয়েছেন এবং তৃণমূলের মুখপাত্র ও আর টি আই অ্যাক্টিভিস্ট সাকেত গোখলে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এবারে ছয় সদস্যের আসন ফাঁকা হচ্ছে, তার মধ্যে ডেরেক, দোলাদের সঙ্গে মেয়াদ শেষ হচ্ছে অসমের তৃণমূলের নেত্রী সুস্মিতা দেব, দার্জিলিংয়ের নেত্রী শান্তা ছেত্রী এবং কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের। আগামী ১৮ অগাস্ট মেয়াদ শেষে হচ্ছে ছয় রাজ্যসভার সদস্যের। আগামী ২৪ জুলাই নির্বাচন। বর্তমানে বিধানসভায় ২৯৪টি আসনের মধ্যে ২১৬টি আসন রয়েছে তৃণমূলের দখলে। এ ছাড়া ৫ বিজেপি সদস্যের প্রত্যক্ষ সমর্থন তৃণমূলের দিকে। আর বিজেপির সদস্য রয়েছে৭০টি। পশ্চিমবঙ্গ ছাড়াও, গুজরাট ও গোয়ারও রাজ্যসভার প্রার্থীদের নির্বাচন একই দিনে।