
The Truth Of Bengal: গীতাপাঠের আসরে থাকছেন না মোদি।রবিবার ব্রিগেডে আসছেন না মোদী।প্রায় শেষ মুহূর্তে বাতিল সফর প্রধানমন্ত্রীর, প্রধানমন্ত্রীর দফতর থেকে আয়োজকদের এ কথা জানিয়েছেন।নিজের কন্ঠে গীতার একটি শ্লোকও পাঠ করার কথা ছিল প্রধানমন্ত্রীর।
আগামী ২৪ শে ডিসেম্বর ধর্মীয় সংগঠনের তরফ থেকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি দম্পতি মুর্মুকে নিরাপত্তা জনিত কারণে আগেই রাষ্ট্রপতি এই গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছিল রাষ্ট্রপতি দপ্তর। এবার এ গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আয়োজকদের একথা জানিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্রের দাবি।
নিজের কন্ঠে গীতার একটি শ্লোকও পাঠ করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সরকারিভাবে ‘রাজনীতি-রহিত অনুষ্ঠান’ হলেও মূল মঞ্চেই দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর ও দেশের শীর্ষস্থানীয় অন্য সাধু-সন্তদের পাশেই প্রধানমন্ত্রীর বসার ব্যবস্থাও করা হয়েছিল। অর্থাৎ গোটা অনুষ্ঠানটাই ছিল মোদিময়।
Free Access