পুলিশের বিরুদ্ধে কটূক্তি! এফআইআর দায়ের করতে চেয়ে আদালতের দ্বারস্থ পুলিশ
Suvendu Adhikari's Controversial Comment

The Truth of Bengal: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পর উত্তাল হয়েছিল গোটা রাজ্য। বিজেপিসহ বিরোধী রাজনৈতিকদলগুলি প্রতিবাদের নামে কার্যত বাজার সরগরম করতে নেমে পড়েছিল। অভিযোগ, বিজেপির যুব মোর্চার মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে কটূক্তি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই প্রেক্ষিতে, শুভেন্দুর বিরুদ্ধে মামলা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থা হয়েছে যাদবপুর থানার পুলিশ।
আদালত সূত্রের খবরহ, বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ দিয়েছেন, শুভেন্দুর আইনজীবীদের ৮ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে তাঁদের বক্তব্য জানাতে হবে। বৃহস্পতিবার শুনানির সময়ে রাজ্য সরকারের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। তিনি আবেদনে জানান, বিরোধী দলনেতার বিরুদ্ধে, পুলিশের তরফে এফআইআর করার আবেদন করা হচ্ছে। তিনি বিচারপতিকে জানান, “সেদিন শুভেন্দু কী ভাষায় কথা বলেছেন, আমরা ভিডিয়ো দেখাতে পারি। পাশাপাশি শুভেন্দু পুলিশের কাজে বাধা দিয়েছেন। এবং গালিগালাজ করেছেন।
সরকারপক্ষের কৌঁসুলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আদালতের কাছে আরও জানান, যাদবপুরের মিছিল থেকে শুভেন্দু ‘হুলিগান মমতার পুলিশ’ বলেছেন। আরও খারাপ খারাপ কথা বলেছেন। এবং শুভেন্দু অধিকারী কোচবিহারে একটি সম্প্রদায় নিয়ে কথা বলে পরিস্থিতি ভয়ঙ্কর করে তুলেছেন। তাই ১৭ অগাস্টের ঘটনায় বিচার চেয়ে আবেদন করা হচ্ছে। এরপরেই বিচারপতি জয় সেনগুপ্ত জানান, এফআইআর- ইস্যুতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির শেষ নির্দেশ দেখে তিনি বিবেচনা করবেন।