রাজনীতিরাজ্যের খবর

গ্রামবাংলায় ঘাসফুলের জয়! জেলা পরিষদে জিতলেন সুজাতা

Panchayat Election 2023

The Truth of Bengal: মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনার কাজ। রাজ্যের অন্যান্য জেলায় তখন চলছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ভোট গণনা। কিন্তু বাঁকুড়ার জয়পুর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির গণনা হয়নি। কারণ, বিপক্ষে কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নেয় তৃণমূল। তাই শুরুতেই জেলাপরিষদের ভোট গণনা শুরু হয়। সেখানেই বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নম্বর আসনে জয় ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতাকে বাংলার মানুষ প্রথমে চেনেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী হিসেবে।

দুজনেই একটা সময়ে তৃণমূলে ছিলেন। এবং দুজনেই দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় নিজের এলাকায় যেতে পারেননি সৌমিত্র। সেই সময়, সৌমিত্রর হয়ে একা প্রচার ময়দানে নামেন সুজাতা। সেই নির্বাচনে জিতে যান সৌমিত্র খাঁ। তারপর গঙ্গার বুক দিয়ে অনেক জল গড়ায়। বিবাহ বিচ্ছেদ হয় দুজনের।

যদিও তার আগেই সুজাতা যোগ দেন তৃণমূলে। বিচ্ছেদের পর এই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে ‘খাঁ’ পদবি ছেড়ে ‘মণ্ডল’ পদবী নিয়েই তৃণমূলের প্রার্থী হলেন সুজাতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সুজাতাকে প্রার্থীও করে তৃণমূল। লড়াই চালালেও জিততে পারেননি তিনি। দু’বছর পর ২০২৩ সালের ১১ জুলাই বিরোধীদের সকলকে ‘তাড়িয়ে’ জয়ী হলেন তৃণমূলের সুজাতা।

Related Articles