রাজনীতির ঊর্ধ্বে পেশা! SUCI প্রার্থী দেওয়াল লিখছেন তৃণমূলের
West Bengal Panchayat Election 2023

The Truth of Bengal: রাজনীতির ঊর্ধ্বে নিজের পেশা। পেশার তাগিদে এক দলের প্রার্থী দেওয়াল লিখছেন অন্য দলের প্রার্থীর। অশান্তির আবহে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী এলাকার মানুষ। মনোনয়ন পর্বে রাজ্যের বেশ কিছু জায়গায় ছড়িয়েছিল অশান্তি। রক্ত ঝরেছিল। প্রাণহানি হয়েছিল। হিংসার আবহে রাজনীতিতে এক অন্যরকম সৌহার্দ দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতে। পেশায় আর্টিস্ট এসইউসিআই প্রার্থী পেশার তাগিদে অন্য দলের প্রার্থীর হয়ে দেওয়াল লিখছেন। এসইউসিআই দলের মূল দুর্গ হিসেবে জয়নগরের নাম পরিচিত। কিন্তু, রাজ্যে পালাবদলের হওয়ার পর থেকে সেভাবে আর এসইউসিআই দলের সংগঠন সেভাবে আর শক্তিশালী নেই।
তবে দক্ষিণ বারাসতে এসইউসিআই দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন শিব্রাম দাস। পেশায় আবার তিনি আর্টিস্ট। ভোটের মরসুমে কাজের চাপ বেড়ে যায়। তাই এখন প্রার্থী হয়েও নিজের প্রচারে সময় দিতে পারছেন না। এখন তিনি চূড়ান্ত ব্যস্ত বিরোধী প্রার্থীদের দেওয়াল লিখতে। এটা নিয়ে অনেক গুঞ্জন হলেও তিনি বিষয়টিতে পাত্তা দেননি। শিবরাম দাস জানান, এটাই তাঁর কাজ। ভোটের সময় তিনি সব দলের দেওয়াল লেখেন। এবার নিজের প্রার্থী হলেও নিজের কাজ ছড়াতে পারেননি। কারণ এটাই তাঁর রুটি-রুজির মাধ্যম।
জেলার বিভিন্ন প্রান্তে নানা সময় অশান্তি হলেও জয়নগর রাঞ্জইতিক দিক থেকে বেশ শান্তিপ্রিয় জায়গা। পঞ্চায়েত সমিতির প্রার্থীর স্বামী রহমতুল্লা মোল্লা জানান, এবার তাদের বিরুদ্ধে প্রার্থী হলেও শিবরামবাবু বরাবর তাদের হয়ে দেওয়াল লেখেন। এবারও তার অন্যথা হয়নি। প্রার্থী হলেও এখনও নিজের হয়ে প্রচার শুরু করতে পারেননি। কারণ তিনি প্রতিদ্বন্দ্বী দলগুলির প্রার্থীদের দেওয়াল লিখতে ব্যস্ত। রাজনীতির কারণে তিনি নিজের পেশা ত্যাগ করতে চান না। এই পেশাতেই যে তাঁর রুটি-রুজির সংস্থান হয়।