সন্দেশখালি যে কেউ যেতেই পারে মন্তব্য মমতার
On the way to Arambagh, the Chief Minister opened his mouth about Sandeshkhali

The Truth of Bengal: সন্দেশখালিতে যারা বিশৃঙ্খলা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরামবাগ যাওয়ার পথে হাওড়া ডুমুরজলায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য মহিলা কমিশনের বিশেষ টিম সন্দেশখালি পরিদর্শনে যায়। সন্দেশখালি পরিদর্শনের পর তারা রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ও হচ্ছে।
সন্দেশখালি কাণ্ডে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। যারা গন্ডগোল করেছে, হিংসা করেছে তাদেরকেও গ্রেফতার করা হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সন্দেশখালি সফর নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি যেতেই পারেন। উল্লেখ্য সোমবার রাজ্যপাল সন্দেশখালি সফর করেন। সন্দেশখালি পৌঁছানোর আগে বামনপুকুরে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে।
বাংলার কয়েক লক্ষ গরিব মানুষ ১০০ দিনের কাজ করার পরও কেন্দ্রের কাছ থেকে টাকা পাননি। এরকম বহু জবকার্ড হোল্ডার রয়েছেন এই বামনপুকুরে। রাজ্যপালের গাড়ি ঘিরে তারা বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখান। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেন এইসব জব কার্ড হোল্ডাররা। সন্দেশখালিতে যেসব দুষ্কৃতী বিশৃঙ্খলা ছড়িয়েছে বা যারা অশান্তির আবহ ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে যে সরকার কড়া ভূমিকা নিচ্ছে তা মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য থেকে স্পষ্ট। অপরাধীদের রেয়াত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে পরিষ্কার।