যা কীর্তি শুনছি,আপনার পাশে বসাও পাপ! রাজভবনে ডাকলে আর যাব না মুখ্যমন্ত্রী
Mamata on CV Anand Bose

The Truth of Bengal: রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকলে, রাস্তায় গিয়ে দেখা করে আসব, যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ!পিসরুমের নারী লাঞ্চনার অভিযোগের কথা তুলে ধরে ডানলপের ভরামঞ্চে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।এমনকি তাঁর কাছে আরও কুর্কীতির প্রমাণের ভিডিয়ো রয়েছে বলেও দাবি করেন তিনি।মুখ্যমন্ত্রীর প্রশ্নবাণ,একজন মহিলার অত্যাচার করার কে? তাই তিনি রাজ্যপালের পদত্যাগ দাবি করেন। রাজ্যপাল সিভিআনন্দ বোসের বিরুদ্ধে নারী লাঞ্চনার অভিযোগে তোলপাড় দেশ।পিসরুমের এক মহিলা কর্মীকে নির্যাতন করার অভিযোগে কার্যতঃ বিপাকে পড়েন রাজ্যপাল। ২মে হেয়ারস্ট্রিট থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নিন্দা করেন। রাজ্যপাল এই রাজ্য ছেড়ে কেরলে চলে যান।তারপর ফিরে এসেই তিনি সুর চড়ান।চড়া সুরে বলেন,দিদিগিরি চলবে না।সেই দিদিগিরির মতো অবাঞ্চিত কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী।শনিবার ডানলপে রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রীর তোপ।
রাজ্যপাল এডিট করা ভিডিয়ো সবাইকে দেখাচ্ছেন
আরও এক ভিডিয়োতে রাজ্যপালের কুর্কীতির প্রমাণ রয়েছে
সেই পেনড্রাইভ তাঁর হাতে এসেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর
আর রাজভবনে যাবো না , ভরামঞ্চে ঘোষণা মমতার
রাস্তাতেই দেখা করব কুর্কীতির কথা তুলে ধরে বয়কটের বার্তা
কেলেঙ্কারি আর কুর্কীতির জন্য রাজ্যপালের পাশে বসা পাপ
হুগলির সভা থেকে নারী নির্যাতনের জন্য রাজ্যপালকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের প্রেরিত প্রতিনিধির নারীদের অসম্মানও হেনস্থার বিরুদ্ধে মুখর হওয়ার পাশাপাশি তাঁর অভয়বাণী ,কেউ ভয় পাবেন না। কিন্তু তিনি কী জানেন ? আরও একটি ভিডিয়ো আমার কাছে এসেছে, আরও পেনড্রাইভে রাজ্যপালের কুর্কীতির নমুনা তাঁর কাছে এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।তাঁর আরও মন্তব্য কুর্কীতির পর কুর্কীতি,যেসব ঘটনা শুনছি আর রাজভবনে ডাকলে যাবেন না ।রাস্তায় দেখা করবেন কিন্তু রাজভবনে কিছুতেই যাবো না। শ্লীলতাহানিকাণ্ড নিয়ে রাজ্য –রাজ্যপাল সংঘাত বাড়ল।রাজ্যপালের পদত্যাগও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন,রাজভবনের নারী লাঞ্চনার ঘটনা রাজ্য সরকার মেনে নেবে না। রাজ্যও রাজ্যপালের সম্পর্কে বাড়তি তিক্ততা তৈরি করেছে এই পিসরুমের মহিলার নারী নির্যাতনের অভিযোগ। একাধিক নির্যাতনের ঘটনার কথা তুলে ধরে সিভি আনন্দ রাজ্যপালকে বেঁধেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়া।