রাজনীতি

বাংলাই দেশকে পথ দেখাবে,বালুরঘাটের সভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee's message from Balurghat meeting

The Truth of Bengal: মঙ্গলবার ৩০জানুয়ারি গান্ধীজির প্রয়ান দিবস।মঙ্গলবার উত্তরবঙ্গের প্রশাসনিক সভায় গান্ধীজিকে শ্রদ্ধাজানিয়ে সভা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বার্তা দেন,বাংলাই দেশকে পথ দেখাবে।দেশের বিভাজনকামী শক্তিকে উত্খাত করার ডাকও দেন মুখ্যমন্ত্রী।রায়গঞ্জের সভায় বিজেপি শাসিত রাজ্যের ভাগাভাগির নীতির সমালোচনা করেন। তিনি বলেন,রাজস্থান, মধ্যপ্রদেশ যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানেই বলছে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ। সেইসব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথায়, মানুষ কী পরবেন, কী খাবেন- সেটা প্রত্যেকের নিজস্ব অধিকার। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, একনায়কতন্ত্র চালাতে চাইছে মোদি সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন, ‘‘এ বার কিন্তু কেন্দ্রের বাজেট হবে না। রাজ্যের বাজেট হবে। ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট হয় না, ভোট অন অ্যাকাউন্টস হয়। তাও দেখবেন মিথ্যে কথা বলছে ।রায়গঞ্জের সভার মতোই বালুরঘাটের সভা থেকেও তিনি স্পষ্ট জানান,এনআরসি এই বাংলায় করতে দেওয়া হবে না।উনিশের ভোটে বাগান শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়।কিন্তু কথা রাখেনি বিজেপি।তৃণমূল কথা দিয়ে কথা রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ সাদা পরে, তো কেউ লাল পরে, কেউ হলুদ পরে, তো কেউ বেগুনি পরে, এটা মানুষের অধিকার।  ‘আপনি কী খাবেন আপনার ব্যাপার।

আপনি মাছভাত খাবেন, না দুধভাত খাবেন এটা আপনার অধিকার। আপনি সালোয়ার পরবেন, না সাড়ি পরবেন, না প্যান্টজামা পরবেন, না মাথায় ওড়না দেবেন, আপনাদের নিজস্ব অধিকার।মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে শিল্পায়নের কাজ দ্রুততর করার ওপর জোর দেন।বলেন, বাংলাকে এমনভাবে তৈরি করছি, যাতে কাজ আপনাকে খুঁজবে। আপনাকে কাজ খুঁজতে হবে না’ উনিশের ভোটে কথা দিয়ে কথা না রাখা আর বাংলাকে বঞ্চনার জবাব দেওয়ার ডাকও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ ফ্রেব্রুয়ারি থেকে টাকা না পেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী।সেই লড়াইয়ের জন্য তৃণমূল নেতৃত্ব তৈরি হচ্ছে।উত্তরবঙ্গ থেকে বিজেপিকে বোল্ড আউট করার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles