
The Truth of Bengal: ‘বাংলা আজ যা ভাবে দেশ তা ভাবে আগামীকাল। আমাদের বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে। আমাদের বাংলাই সব দেশকে নেতৃত্ব দেবে। আর সকলকে আমরা মর্যাদা দেব। সকলের জন্য কাজ করব।‘ শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বেশ তাৎপর্যপূর্ণ ভাবে তিনি আরও বলেন, ‘হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে’।
গত ৬ ডিসেম্বর ‘ইন্ডিয়া’ জোটের নির্ধারিত বৈঠক হয়নি। তিন রাজ্যের ভোটের ফলপ্রকাশের পর যে বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকের আগে বেশ কিছু আঞ্চলিক দলের মতান্তর সামনে চলে আসায় ভেস্তে যায় বৈঠক। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ‘ইন্ডিয়া’ জোটের পরবর্তী বৈঠকের দিন নির্ধারিত হয়েছে। সেই বৈঠকে আসন রফাই হতে পারে মূল আলোচ্য বিষয়। সেই বৈঠকে যোগ দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের আগে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিন রাজ্যে কংগ্রেসের খারাপ ফল হওয়ার জন্য তাদের ‘একলা চলো’ নীতিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। এমন অবস্থায় বেশ ব্যাকফুটে আছে কংগ্রেস। আসন রফা নিয়ে কংগ্রেসের ওপর চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আবার সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ফল ভাল না হওয়ায় সুর কিছুটা নরম করেছে কংগ্রেস। ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকের আগে এদিন উত্তরবঙ্গের সভা থেকে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে’ মন্তব্য নিয়ে চলছে চর্চা।
Free Access